মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বিরাট কোহলীর গভীর সম্পর্কের কথা কারওরই অজানা নয়। কোহলী আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার প্রথমদিকে তাঁকে পরামর্শ দিতেন ধোনিই। কোহলীকে আগলে রাখতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাই যোগ্য উত্তরসূরির হাতেই দায়িত্ব তুলে দিয়েছেন ধোনি।
এহেন ধোনির সঙ্গে নিজের বন্ধন মাত্র দু’শব্দে বুঝিয়ে দিলেন কোহলী। ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলেন কোহলী। সেখানেই এক সমর্থক তাঁকে প্রশ্ন করেন, ক্যাপ্টেন কুলের সঙ্গে তাঁর বন্ধন মাত্র দু’শব্দে বোঝাতে। কোহলী সেই আবদার রেখেছেন। সেই দুই শব্দ হল, ‘বিশ্বাস’ এবং ‘শ্রদ্ধা’।
গত বছরই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কথাবার্তায় কোহলী জানিয়েছিলেন যে কী ভাবে ধোনি তাঁকে অধিনায়ক হয়ে উঠতে সাহায্য করেছেন। কোহলী বলেছিলেন, “আমি বরাবরই দায়িত্ব নিতে চাইতাম। প্রথম দিকে খেলার দিকে মনোযোগ দিয়েছিলাম। ধীরে ধীরে অধিনায়কের সঙ্গে খেলার বিভিন্ন জিনিস, রণকৌশল নিয়ে আলোচনা করতে লাগলাম। এতেই ধোনি বুঝে গিয়েছিল, ভবিষ্যতে নেতা হওয়ার যোগ্যতা আমার রয়েছে।”