Advertisement
২১ মে ২০২৪
Virat Kohli

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান! দ্রুততম কোহালি

এতদিন পন্টিংয়ের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩ ইনিংসে ৯০০০ রানে পৌঁছনো ছিল নজির। কোহালি নিলেন অনেক কম ইনিংস। তাঁর ৯০০০ রান এল ১৫৯ ইনিংসে।

আক্রমণাত্মক বিরাট কোহালি। মঙ্গলবার নাগপুরে। ছবি: এএফপি।

আক্রমণাত্মক বিরাট কোহালি। মঙ্গলবার নাগপুরে। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৭:৫৩
Share: Save:

আরও এক রেকর্ডের মালিক হলেন বিরাট কোহালি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ রান করলেন তিনি। টপকে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডকে।

মঙ্গলবার নাগপুরের জামথায় বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ২২ রানে পৌঁছনোর সময়ই অধিনায়ক হিসেবে ৯০০০ রান পূর্ণ করে ফেলেন কোহালি। যা এল ১৫৯ ইনিংসে। এটাই রেকর্ড। কারণ, এতদিন রিকি পন্টিংয়ের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩ ইনিংসে ৯০০০ রানে পৌঁছনো ছিল নজির। কোহালি নিলেন অনেক কম ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহালি হলেন ষষ্ঠ অধিনায়ক যিনি ৯০০০ রান করলেন। কোহালি ও পন্টিং ছাড়া গ্রেম স্মিথ (২২০ ইনিংস), মহেন্দ্র সিংহ ধোনি (২৫৩ ইনিংস), অ্যালান বর্ডার (২৫৭ ইনিংস), স্টিফেন ফ্লেমিংয়ের (২৭২ ইনিংস) এই কৃতিত্ব রয়েছে। এই ইনিংস কেরিয়ারের ৪০তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহালি। তাঁর সামনে থাকলেন শুধু সচিন তেন্ডুলকর (৪৯ সেঞ্চুরি)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা আবার কোহালির সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: কোহালির ৪০-তম সেঞ্চুরি, ২৫০ রানে শেষ ভারত​

আরও পড়ুন: টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহালিকে টপকে যাওয়ার দিকে উইলিয়ামসন

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE