Advertisement
E-Paper

জাডেজার শাস্তি নিয়ে ঘুরিয়ে বার্তা বিরাটের

মাঠে অসংযত আচরণের জন্য তাঁকে এক ম্যাচ সাসপেন্ড হতে হয়েছে। কিন্তু যে কারণে তাঁকে এই শাস্তি দিয়েছে আইসিসি, সেই নিয়ম কতটা ধারাবাহিক ও কঠোর সেই প্রশ্নই এ দিন তুলে দিলেন কোহালি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ০৩:৫১
আইসিসি-র নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিলেন কোহালি। ছবি: রয়টার্স।

আইসিসি-র নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিলেন কোহালি। ছবি: রয়টার্স।

আইসিসি তাদের নিয়মের ব্যাপারে আরও কঠোর ও ধারাবাহিক না হলে রবীন্দ্র জাডেজার মতো সমস্যায় পড়বেন অন্যান্য ক্রিকেটাররা, মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

শুক্রবার পাল্লেকেলেতে চলতি সিরিজের শেষ টেস্ট খেলতে নামছে ভারত। যে টেস্টে পাওয়া যাবে না রবীন্দ্র জাডেজাকে। মাঠে অসংযত আচরণের জন্য তাঁকে এক ম্যাচ সাসপেন্ড হতে হয়েছে। কিন্তু যে কারণে তাঁকে এই শাস্তি দিয়েছে আইসিসি, সেই নিয়ম কতটা ধারাবাহিক ও কঠোর সেই প্রশ্নই এ দিন তুলে দিলেন কোহালি।

ভারত অধিনায়কের বক্তব্য, ‘‘ক্রিকেটারদের ক্ষেত্রে এ বার থেকে এমন একটা আচরণবিধি চালু করা উচিত, যা সবার ক্ষেত্রেই একই রকম থাকবে। পরিস্থিতি অনুযায়ী তার গুরুত্ব কমা-বাড়া করবে, এটা ঠিক নয়।’’ কলম্বো টেস্টে বিপক্ষের ব্যাটসম্যান ক্রিজের মধ্যে থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে বল ছোড়ার অপরাধে জাডেজাকে সাসপেন্ড করা হয়। গত দু’বছরে মাঠের আচরণের জন্য ভারতীয় অলরাউন্ডারের ছয় ডিমেরিট পয়েন্ট কাটা যাওয়ায় এই সিদ্ধান্ত আইসিসি। কিন্তু কী ভাবে এই পয়েন্ট কাটা হবে, তার সুনির্দিষ্ট একটা নিয়ম থাকা উচিত বলে মনে করেন কোহালি।

এ দিন টিম হোটেলে সাংবাদিক বৈঠকে জাডেজার শাস্তির প্রসঙ্গ উঠলে কোহালি বলেন, ‘‘একটা নির্দিষ্ট নিয়ম থাকলে ক্রিকেটারদেরও সুবিধা হয়। তারা বুঝতে পারবে মাঠে থাকাকালীন ঠিক কী করা উচিত বা কী করা উচিত নয়। এতে ক্রিকেটারদের অসংযত হওয়ার ঘটনাও হয়তো কমে যাবে। কারণ, তারা জানবে, কোনটা তাদের করা উচিত বা কোনটা নয়। সেক্ষেত্রে একই অপরাধে বিভিন্ন রকমের শাস্তি হবে না হয়তো।’’

সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য জাডেজা আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার ও এক নম্বর অলরাউন্ডারের জায়গাতেও চলে আসেন। একই সঙ্গে পরস্পরবিরোধী এমন ঘটনা ঘটায় অনেকে অবাক। ভাল পারফরম্যান্সের সঙ্গে যদি কোনও ক্রিকেটার যদি মাঠে অসংযত আচরণ করেন, তা হলে তাঁকে যে শাস্তি পেতেই হবে, তাতে সন্দেহ নেই। কিন্তু ক্রিকেটারদের এই বিষয়টা পুরোপুরি ভাল ভাবে জানা উচিত বলে মনে করেন ভারতীয় অধিনায়ক। বলেন, ‘‘ক্রিকেটারদের জানা উচিত ঠিক কী অপরাধ করলে, তার কী শাস্তি হওয়া উচিত। এটা পুরোপুরি না জানলে তার পক্ষে এই ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। মাঠে থাকতে গেলে তো এগুলো নিয়ে ধারণা থাকতেই হবে।’’

সিরিজে ২-০ এগিয়ে ভারত। শেষ টেস্টে আত্মতুষ্টিতে যে ভুগবে না দল, তা নিশ্চিত করে ভারতীয় অধিনায়ক বলেন, ‘‘আগের দুই টেস্টে যে ক্রিকেট খেলেছি আমরা, এই টেস্টেও একই ক্রিকেট খেলব। ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। বিপক্ষকে কম গুরুত্ব দেওয়া বা তাদের সমীহ না করার কোনও প্রশ্নই ওঠে না।’’

শুক্রবার বৃষ্টিতে প্র্যাকটিস করতে না পারার জন্য খুব একটা উদ্বিগ্ন নন কোহালি। বললেন, ‘‘আজ বৃষ্টির জন্য প্র্যাকটিস করতে পারলাম না ঠিকই। কিন্তু আগে দু’দিন তো প্র্যাকটিস হয়েছে আমাদের। শ্রীলঙ্কার মতো গরম ও আর্দ্র দেশে বেশি শারীরিক চাপ না নেওয়াই ভাল। সেটাও ভাবতে হবে আমাদের।’’

Cricket Virat Kohli Ravindra Jadeja ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy