ভারত তো আগেই ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছিল। এ বার ব্যাটিংয়ে নিজের শীর্ষ স্থান ফিরে পেলেন অধিনায়ক বিরাট কোহালি। একই পথে হেঁটে বোলিংয়ের শীর্ষে উঠে এলেন যশপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকাকে ওডিআই সিরিজ ৫-১ এ হারিয়ে দলগত র্যাঙ্কিংয়ে শীর্ষে আগেই উঠে এসেছিল ভারত। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড ও পাঁচে অস্ট্রেলিয়া। ভারতের রেটিং পয়েন্ট ১২২। দক্ষিণ আফ্রিকা সেখানে ১১৭। টেস্ট ও ওডিআই দুটোতেই র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেওয়ার পর ভারতের এ বার লক্ষ্য টি২০তেও শীর্ষে উঠে আসা।
ওডিআই র্যাঙ্কিংয়ে ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে উঠে এলেন বিরাট কোহালি। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডে ভিলিয়ার্সও দ্বিতীয় স্থানে। তিনে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। চারে পাকিস্তানের বাবর আজম। পাঁচে ইংল্যান্ডের জো রুট।