Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

বেসিন রিজার্ভে ব্যর্থ, স্মিথের কাছে এক নম্বর জায়গা হারালেন কোহালি

বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ব্যাট হাতে ব্যর্থ কোহালি। প্রাণবন্ত উইকেটে প্রথম ইনিংসে মাত্র ২ রান করেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে তিনি করেন মাত্র ১৯ রান।

কোহালিকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্মিথ। —ফাইল চিত্র।

কোহালিকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্মিথ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৩
Share: Save:

আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। তাঁর জায়গায় এক নম্বরে উঠে এলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ব্যাট হাতে ব্যর্থ কোহালি। প্রাণবন্ত উইকেটে প্রথম ইনিংসে মাত্র ২ রান করেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে মাত্র ১৯ রান করেন কোহালি। রান করতে না পারার প্রভাব পড়ে আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে।

পাঁচ পয়েন্ট কমে যায় কোহালির। সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯০৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে এখন ভারত অধিনায়ক। কোহালির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে স্মিথ।

আরও পড়ুন: কী ভাবে ফেরাবেন বিরাট কোহালিকে? নীল ওয়াগনার বললেন...

কোহালি ছাড়া টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে রয়েছেন ভারতের তিন তারকা। ৭৬০ পয়েন্ট নিয়ে অজিঙ্ক রাহানে আট নম্বর জায়গায় রয়েছেন। রাহানের থেকে তিন পয়েন্টে পিছিয়ে রয়েছেন চেতেশ্বর পূজারা। ৭৫৭ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে তিনি।

ময়াঙ্ক আগরওয়াল ৭২৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন। কোহালির ঠিক পরেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অজি তারকা মারনাস লাবুশানে র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে। পাকিস্তানের বাবর আজম পাঁচ নম্বর স্থান দখল করেছেন।

আরও পড়ুন: ওসপিনার ডজে পড়েই গেলেন মেসি, দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC Test Ranking Virat Kohli Steve Smith
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE