Advertisement
২২ মে ২০২৪

আইসিসি-র অনন্য ত্রিমুকুট জিতে কোহালি বললেন, ভবিষ্যতের প্রেরণা

আইসিসির যে প্রধান তিনটি পুরস্কার কোহালি জিতে নিলেন, তা হল— আইসিসি বর্ষসেরা ক্রিকেটার, আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, আইসিসি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৪:০৪
Share: Save:

অবিশ্বাস্য কিং কোহালি! তাঁর ‘অশ্বমেধের ঘোড়া’ থামানো যাচ্ছে না। অস্ট্রেলিয়ার মাটি থেকে ঐতিহাসিক টেস্ট এবং ওয়ান ডে সিরিজ জেতার পরে এ বার বিরাট কোহালির ক্যাবিনেটে আইসিসির ত্রিমুকুট। সঙ্গে আরও দুটি পালক।

আইসিসির যে প্রধান তিনটি পুরস্কার কোহালি জিতে নিলেন, তা হল— আইসিসি বর্ষসেরা ক্রিকেটার, আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, আইসিসি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার। এর পাশাপাশি আইসিসি টেস্ট দলের অধিনায়ক এবং আইসিসি ওয়ান ডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন কোহালি। এর আগে আর কোনও ক্রিকেটার আইসিসির ত্রিমুকুট জিততে পারেননি।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিরাট কোহালি হলেন প্রথম ক্রিকেটার যিনি আইসিসির তিনটে প্রধান পুরস্কার একই বছরে জিতলেন। পাশাপাশি গত বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য কোহালিকে বর্ষসেরা টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়কও বাছা হয়েছে।’’ গত বছরও আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন কোহালি।

আরও পড়ুন: হার্দিকের অভাব ভোগাচ্ছে, বিরাট উদ্বিগ্ন নন বিদ্রুপে

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান তো বটেই, মাইকেল ক্লার্কের মতো ক্রিকেটার পর্যন্ত কোহালিকে সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান বলে দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাসের মতো অনেকেই মনে করেন, ব্যাটিংয়ের সব রেকর্ডই ভেঙে দেবেন কোহালি। গত ক্যালেন্ডার বর্ষে ১৩ টেস্টে কোহালির সংগ্রহ ১৩২২ রান। গড় ৫৫.০৮, পাঁচটি সেঞ্চুরি। একই সময়ে ১৪ ওয়ান ডে-তে করেছেন ১২০২ রান, গড় ১৩৩.৫৫, সেঞ্চুরি ছয়টি। অবিশ্বাস্য এই পারফরম্যান্সের পরে আইসিসির পক্ষে আর কারও নাম কোনও পুরস্কারের জন্য ভাবা সম্ভব ছিল না।

কোহালির নাম ঘোষণা হওয়ার পরে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘গত এক বছরের কঠোর পরিশ্রমের পুরস্কার পেলাম। আইসিসির কাছ থেকে এ রকম একটা স্বীকৃতি পাওয়া আমার কাছে দারুণ গর্বের এক মুহূর্ত।’’ আইসিসির ওয়েবসাইটে দেওয়া ওই ভিডিয়োয় কোহালি আরও বলেছেন, ‘‘অবশ্যই আমি খুব গর্বিত। এই সব পুরস্কার প্রেরণা জোগায় ভবিষ্যতে আরও ভাল খেলার জন্য।’’ কোহালি আরও খুশি, তিনি নিজে ভাল খেলার পাশাপাশি দলও জিতে চলেছে দেখে।

গত এক বছরে নিজের পারফরম্যান্স নিয়ে কোহালি বলেছেন, ‘‘দারুণ একটা বছর গেল। এ রকম যে খেলতে পারব, তা নিজেও ভাবিনি।’’ কোহালি এও বলে দিচ্ছেন, ‘‘কারও ইচ্ছেটা যদি ঠিক থাকে, পরিশ্রম করার মানসিকতাটা থাকে, তা হলে ফলটা হাতেনাতেই পাবে।’’

কিং কোহালির ত্রিমুকুট জয়

• বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একই বছরে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার, সেরা টেস্ট ক্রিকেটার এবং সেরা ওয়ান ডে ক্রিকেটার।
• আইসিসি নির্বাচিত টেস্ট এবং ওয়ান ডে বিশ্ব একাদশেরও অধিনায়ক।
• ২০১৮ সালে ১৩ টেস্টে রান ১৩২২। পাঁচটি সেঞ্চুরি-সহ গড় ৫৫.০৮।
• একই বছরে ১৪টি ওয়ান ডে খেলে ১২০২ রান। সেঞ্চুরি ৬। এক বছরে তাঁর ১৩৩.৫৫ গড় সর্বকালের সেরা।
• টানা দ্বিতীয় বার ওয়ান ডে-র সেরা নির্বাচিত।

***

পুরস্কার তালিকা: সেরা প্রতিভা

• বর্ষসেরা ক্রিকেটার: বিরাট কোহালি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: বিরাট কোহালি। • বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার: বিরাট কোহালি। • বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: ঋষভ পন্থ।
• আইসিসি টেস্ট দল: টম ল্যাথাম (নিউজিল্যান্ড), দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহালি (অধিনায়ক, ভারত), হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পন্থ (ভারত, উইকেটকিপার), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা), নেথান লায়ন (অস্ট্রেলিয়া), যশপ্রীত বুমরা (ভারত), মহম্মদ আব্বাস (পাকিস্তান)।
• আইসিসি ওয়ান ডে দল: রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহালি (ভারত, অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড, উইকেটকিপার), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), যশপ্রীত বুমরা (ভারত)।

ভারতের জন্য পুরস্কার তালিকা অবশ্য কোহালিকে দিয়েই শেষ হয়ে যাচ্ছে না। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। যাঁকে আবারও অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করেছেন রিকি পন্টিং। তিনি এও বলেন, ‘‘টেস্ট ক্রিকেটে ধোনির ছ’টা সেঞ্চুরি রয়েছে। আমি নিশ্চিত ও ধোনিকে ছাপিয়ে যাবে। পন্থ অনেকটা গিলক্রিস্ট ধাঁচের ক্রিকেটার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE