রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হঠাৎ করেই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তাদের ক্রিকেটারদের প্রোফাইল ও সমস্ত পোস্ট সরিয়ে নিয়েছে। এই ঘটনায় রীতিমতো বিস্মিত ভারত অধিনায়ক বিরাট কোহালি।
নিউজিল্যান্ডে সিরিজ খেলতে ব্যস্ত কোহালি। তার মধ্যেই তিনি টুইট করেন, ‘সব পোস্ট উধাও! ক্যাপ্টেনকে পর্যন্ত জানানো হল না। যদি কোনও সাহায্যের দরকার হয় তাহলে আরসিবি টুইট করে জানাও।’
মঙ্গলবার আরসিবি-র সঙ্গে তিন বছরের জন্য পার্টনারশিপ করেছে মুথুট ফিনকর্প। তার পরের দিনই আরসিবি তাদের সব পোস্ট তুলে নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। টুইটার হ্যান্ডলের নামও বদলে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।