Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Virender Sehwag

বীরুর আচরণে বিরক্ত হয়েছিলেন খোদ ক্রিকেট ঈশ্বরও

জুটি সুপারহিট হলেও বীরুর খুনসুটি কিন্তু এক বার বেশ বিরক্ত করে তুলেছিল ক্রিকেট ঈশ্বর সচিনকে। ‘হোয়াট দ্যা ডাক’ নামে এক শো-এ এসে নিজেই এ কথা জানিয়েছেন নজফগঢ়ের নবাব।

সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সহবাগ। ছবি: সংগৃহীত।

সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সহবাগ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫১
Share: Save:

সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সহবাগ-বিশ্ব ক্রিকেটের অন্যতম এই দুই ক্রিকেটারের ওপেনিং জুটি একটা সময় ঘুম উড়িয়েছে বহু বোলারের। এই জুটির উপর ভর করে ভারত পেয়েছে বহু ঐতিহাসিক জয়। এখনও অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপগুলির অন্যতম সচিন-বীরুর জুটি। শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও এই জুটি ছিল হিট।

আরও পড়ুন: বিরাট বন্দনায় ইরফান পাঠান

আরও পড়ুন: ‘ফেক ফিল্ডিং’য়ের জের, পাঁচ রান পেনাল্টি পেল প্রতিপক্ষ দল

তবে, জুটি সুপারহিট হলেও বীরুর খুনসুটি কিন্তু এক বার বেশ বিরক্ত করে তুলেছিল ক্রিকেট ঈশ্বর সচিনকে। ‘হোয়াট দ্যা ডাক’ নামে এক শো-এ এসে নিজেই এ কথা জানিয়েছেন নজফগঢ়ের নবাব।

সহবাগ বলেন, “২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সময় সিরিজ চলছিল। কিন্তু একটা ম্যাচে আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না। ফলে আস্তে আস্তে একটা গান গাইতে থাকি। পুরো ওভারটাই গান গেয়েই কাটিয়ে দিই এবং শুরুটাও ভাল হয়। ওভারের শেষে ক্রিজে মাঝে পাজি আসে এবং আমার সঙ্গে কথা বলতে থাকে। আমি কিছু না বললেও মাথা নাড়তে থাকি এবং সেই গানটাই গাইতে থাকি।” এখানেই থামেননি সহবাগ, এর পরও এই ঘটনার পুঃনরাবৃত্তি করেন তিনি। আর এতেই চটে যান মাস্টার ব্লাস্টার। সহবাগ বলেন, “এই রকমটা টানা ৪-৫ ওভার মত চলেছিল। বারবার সচিন পাজি আসত আর আমি এই একই কাজ করতাম। এর পর সচিন আমায় এসে বলেন স্বার্থপর হয়েও না। আমার সঙ্গে কথা বল। প্রত্যুত্তরে আমি বলি যে একটা ছন্দের মধ্যে খেলছি আমি। আমাকে এই ছন্দটা বজায় রাখতে দাও। তবে পরে ভাল পারফরম্যান্স আমি করতে পারিনি। সে দিন ড্রেসিংরুমে ফিরে আমাকে প্রচণ্ড বকাঝকা করেছিলেন সচিন পাজি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE