Advertisement
E-Paper

সহবাগের ‘নজর’ লেগে আউট ডেভিলিয়ার্স!

এক দিনের আন্তর্জাতিক কেরিয়ারে এ দিন ২৫তম শতরানটি করেন এবি। ১০টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৬৮ বলে ১০০ করেন ‘মিঃ ৩৬০’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৩:১০
বীরেন্দ্র সহবাগ। ছবি: বীরেন্দ্র সহবাগের টুইটার সৌজন্য।

বীরেন্দ্র সহবাগ। ছবি: বীরেন্দ্র সহবাগের টুইটার সৌজন্য।

এবি ডেভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে বৃহস্পতিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে বাংলাদেশকে ১০৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বোল্যান্ড পার্কের ধীর উইকেটেও এ দিন নিজের জাদু দেখিয়েছেন ‘মিঃ ৩৬০’। দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এ দিন ম্যাচের সেরাও নির্বাচিত করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন: ডিভিলিয়ার্স তাণ্ডব: ১০৪ বলে ১৭৬

আরও পড়ুন: উৎসবের মধ্যেই আই লিগ জয়ের শপথ বাগান ফুটবলারদের

১০৪ বলে ১৭৬ রান করেন এবি। ডেভিলিয়ার্সের ইনিংস দেখে একটা সময় মনে হচ্ছিল প্রথম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে হয়ত দ্বি-শতরান করবেন এবি।

এবির খেলা দেখে মুগ্ধ হয়ে বীরেন্দ্র সহবাগ বলেন “কী দুরন্ত একটা ইনিংস খেলছে এবি। প্রথম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওর আজ দ্বিশতরান করা উচিত।” ! সহবাগের এই টুইটের পরই আউট হয়ে যান ডেভিলিয়ার্স। এর পরেই আরও এক টুইট করেন বীরু। তিনি লেখেন “ক্ষমা করে দাও এবি। নজর লেগে গিয়েছে মনে হচ্ছে। তবে তুমি বোলারদের যে ভাবে ধ্বংস কর তা দেখতে সব সময়ই ভাল লাগে।” ! এক দিনের আন্তর্জাতিক কেরিয়ারে এ দিন ২৫তম শতরানটি করেন এবি। ১০টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৬৮ বলে ১০০ করেন ‘মিঃ ৩৬০’। শতরান করার পর রানের গতি আরও বাড়িয়ে দেন এবি। ৫টি চার এবং ৬টি ছয়ের সৌজন্যে পরে ৭৬ রান করেন মাত্র ৩৬ বলে।

সহবাগের এই টুইটের পরই আউট হয়ে যান ডেভিলিয়ার্স। এর পরেই আরও এক টুইট করেন বীরু। তিনি লেখেন “ক্ষমা করে দাও এবি। নজর লেগে গিয়েছে মনে হচ্ছে। তবে তুমি বোলারদের যে ভাবে ধ্বংস কর তা দেখতে সব সময়ই ভাল লাগে।”

এক দিনের আন্তর্জাতিক কেরিয়ারে এ দিন ২৫তম শতরানটি করেন এবি। ১০টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৬৮ বলে ১০০ করেন ‘মিঃ ৩৬০’। শতরান করার পর রানের গতি আরও বাড়িয়ে দেন এবি। ৫টি চার এবং ৬টি ছয়ের সৌজন্যে পরে ৭৬ রান করেন মাত্র ৩৬ বলে।

এবির খেলা দেখে মুগ্ধ হয়ে বীরেন্দ্র সহবাগ বলেন “কী দুরন্ত একটা ইনিংস খেলছে এবি। প্রথম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওর আজ দ্বিশতরান করা উচিত।” ! সহবাগের এই টুইটের পরই আউট হয়ে যান ডেভিলিয়ার্স। এর পরেই আরও এক টুইট করেন বীরু। তিনি লেখেন “ক্ষমা করে দাও এবি। নজর লেগে গিয়েছে মনে হচ্ছে। তবে তুমি বোলারদের যে ভাবে ধ্বংস কর তা দেখতে সব সময়ই ভাল লাগে।” !

এবির খেলা দেখে মুগ্ধ হয়ে বীরেন্দ্র সহবাগ বলেন “কী দুরন্ত একটা ইনিংস খেলছে এবি। প্রথম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওর আজ দ্বিশতরান করা উচিত।” ! সহবাগের এই টুইটের পরই আউট হয়ে যান ডেভিলিয়ার্স। এর পরেই আরও এক টুইট করেন বীরু। তিনি লেখেন “ক্ষমা করে দাও এবি। নজর লেগে গিয়েছে মনে হচ্ছে। তবে তুমি বোলারদের যে ভাবে ধ্বংস কর তা দেখতে সব সময়ই ভাল লাগে।” ! এক দিনের আন্তর্জাতিক কেরিয়ারে এ দিন ২৫তম শতরানটি করেন এবি। ১০টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৬৮ বলে ১০০ করেন ‘মিঃ ৩৬০’। শতরান করার পর রানের গতি আরও বাড়িয়ে দেন এবি। ৫টি চার এবং ৬টি ছয়ের সৌজন্যে পরে ৭৬ রান করেন মাত্র ৩৬ বলে।

সহবাগের এই টুইটের পরই আউট হয়ে যান ডেভিলিয়ার্স। এর পরেই আরও এক টুইট করেন বীরু। তিনি লেখেন “ক্ষমা করে দাও এবি। নজর লেগে গিয়েছে মনে হচ্ছে। তবে তুমি বোলারদের যে ভাবে ধ্বংস কর তা দেখতে সব সময়ই ভাল লাগে।”

এক দিনের আন্তর্জাতিক কেরিয়ারে এ দিন ২৫তম শতরানটি করেন এবি। ১০টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৬৮ বলে ১০০ করেন ‘মিঃ ৩৬০’। শতরান করার পর রানের গতি আরও বাড়িয়ে দেন এবি। ৫টি চার এবং ৬টি ছয়ের সৌজন্যে পরে ৭৬ রান করেন মাত্র ৩৬ বলে।

Virender Sehwag South Africa AB de Villiers Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy