টি টোয়েন্টি লিগে খেলে খুব সহজেই অর্থ পাচ্ছেন পাক ক্রিকেটাররা। তার জন্য জাতীয় স্বার্থকেও উপেক্ষা করতে পিছপা হচ্ছেন না তাঁরা।
আর এর জন্য সেই সব ক্রিকেটারকে একহাত নিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস। গত বছর মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।
২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে আমিরের অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোড়নও তৈরি হয়েছিল। ওয়াকার মঙ্গলবার বলেন, ‘‘টি টোয়েন্টি লিগ থেকে খুব সহজেই অর্থ রোজগার করছে ক্রিকেটাররা। টি টোয়েন্টি লিগে ওদেরকে বেশি খাটতেও হচ্ছে না। মাত্র চার ওভার বল করতে হচ্ছে।’’