ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হল পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমকে। তিনি ডায়াবিটিসের রোগী। ফলে ইনসুলিন সঙ্গে নিয়ে চলতে হয়। অভিযোগ, মঙ্গলবার ওই বিমানবন্দরে তাঁর ইনসুলিন ঠান্ডা রাখার প্যাকেট থেকে সেটি বার করে অন্য একটি সাধারণ পলিথিনের প্যাকেটে ঢোকাতে বাধ্য করা হয়। বিমানবন্দরের কর্মীরা তাঁর সঙ্গে যে ব্যবহার করেছেন, তাতে ভীষণই ক্ষুব্ধ হয়েছেন আক্রম।
দীর্ঘদিন ধরেই ডায়াবিটিসে আক্রান্ত ওয়াসিম। ইনসুলিন তাঁর সব সময়ের সঙ্গী। ইনসুলিন সাধারণের থেকে কম তাপমাত্রায় রাখতে হয়। তাই একটি রাখতে হয় একটি বিশেষ ধরনের প্যাকেটে। তিপান্ন বছরের প্রাক্তন পাক ক্রিকেটার এ বারের বিশ্বকাপে ধারাভাষ্য দলের সঙ্গে ছিলেন। আক্রমের দাবি, সারা বিশ্ব ইনসুলিনের ওই বিশেষ প্যাকেট নিয়ে ঘুরলেও আজ পর্যন্ত কোথাও তাঁর কোনও সমস্যা হয়নি। কিন্তু মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে তাঁর সঙ্গে যে ব্যবহার করা হল তা ‘হৃদয় বিদারক’।
আক্রম এ দিন বিমান ধরার জন্য ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে পৌঁছন। সেখানে সিকিউরিটি চেকের সময় তাঁর ইনসুলিনের ব্যাগটি পলিথিনের প্যাকেটে ঢোকাতে বলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এমনকি তাঁকে রূঢ় ভাবে প্রকাশ্যে এ নিয়ে প্রশ্ন করা হয়। গোটা বিষয়টি নিয়ে টুইট করেন আক্রম।