Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৩ ডিসেম্বর ২০২১ ই-পেপার

রফির গানে স্ত্রী রোমির সঙ্গে নাচের তালে মেতে উঠলেন কপিল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২০ মার্চ ২০২১ ১৮:৫৬
বয়স শুধু সংখ্যা। নিজ নিজ স্ত্রীর সঙ্গে নাচে মেতে উঠলেন কপিল ও মদনলাল।

বয়স শুধু সংখ্যা। নিজ নিজ স্ত্রীর সঙ্গে নাচে মেতে উঠলেন কপিল ও মদনলাল।
ছবি - টুইটার

ওঁদের বিবাহিত জীবন ৪১ বছরে পা দিল। সেই ১৯৮০ সালে রোমি ভাটিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কপিল দেব। তবে তাঁদের প্রেম একই রকম আছে। সেটা এই ভিডিয়ো দেখলেই বোঝা যাবে। মহম্মদ রফির ‘গুলাবি আঁখে জো দেখি তেরি, শরাবি ইয়ে দিল হো গ্যায়া’ গানের তালে বেশ নাচলেন এই তারকা দম্পতি। সেই নাচ দেখে আপ্লুত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

শনিবার ৭০ বছরে পা দিলেন মদন লাল। সেই উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই পুরনো বন্ধুদের সঙ্গে উছ্বাসে ভাসলেন সস্ত্রীক কপিল। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের সঙ্গে নাচের তালে মাতলেন মদল লাল ও তাঁর স্ত্রী। তাঁদের মান্না দে-র “অ্যায় মেরে জহুরাজবি, তুঝে মালুম নেহি” নাচতে দেখা গেল।

গত বছর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কপিল। কয়েক দিন আগে করোনা টিকাও নিয়েছেন মদনলাল ও দেশের প্রাক্তন অধিনায়ক। তবে পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের সময় বোঝা গেল না যে তাঁরা বৃদ্ধ হয়েছেন।

Advertisementআরও পড়ুন

Advertisement