Advertisement
E-Paper

ছুঁচ ফোটানো সচিনের ভিডিয়ো তুলে ভাইরাল করে দিলেন সহবাগ

শুধু সহবাগ নন, এই ভিডিয়োতে যুবরাজ সিংহ বেশ মজা করলেন সচিনের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ২২:০০
সচিনের সঙ্গে হাল্কা মজা করলেন বীরু।

সচিনের সঙ্গে হাল্কা মজা করলেন বীরু। ফাইল চিত্র

শুধু মাঠ নয়, মাঠের বাইরেও বীরেন্দ্র সহবাগ কাউকে পাত্তা দেন না। তাঁর রসবোধের তো জুড়ি মেলা ভার। সেই প্রমাণ ফের একবার পাওয়া গেল। এ বার বীরু তাঁর ‘ভগবান’ সচিন তেন্ডুলকরকে নিয়ে বেশ মজা করলেন। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। তবে শুধু সহবাগ নন, এই ভিডিয়োতে যুবরাজ সিংহ বেশ মজা করলেন সচিনের সঙ্গে।

শরীর বেশ ভাল নয়। রক্তচাপ বেড়েছে। তাই ৯ মার্চ রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে নামার আগে বাঁহাতে সূঁচ ফোটাচ্ছেন সচিন তেন্ডুলকর। ঠিক এমন সময় ড্রেসিংরুমে মুঠো ফোন নিয়ে সচিনের সামনে চলে এলেন বীরু। এ বার সেই মজার কথোপকথন তুলে ধরা হল।

সহবাগ: এই দেখুন আপনাদের সামনে আমাদের ভগবান। তিনি কিন্তু কারও কথা শুনতে চাইছেন না। শরীরে সূঁচ ফুটিয়েও তাঁর মাঠে নামা চাই! যুবরাজ সিংহ, তুমি এই বিষয়ে কিছু বলতে চাও?

যুবরাজ: ভাই তুমি ‘শের’ হলে আমার পাশের জন ‘বব্বর শের’! এমন লোক আমাদের পাশে থাকলে চিন্তা হবেই!

সহবাগ: ইনি হলেন আমাদের ফিজিয়ো। ইনি গত সাতদিন ধরে ‘ভগবান’-এর সেবা করছেন।

সহবাগ: (মুঠোফোন সচিনের দিকে ঘুরিয়ে) আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া?

সচিন: (একগাল হেসে) তোমার সামনে কেউ কখনও কথা বলতে পেরেছে?

সহবাগ: কিন্তু এখন তো প্রশ্ন করছি। প্রশ্ন করাই তো আমার কাজ। ম্যাচের জন্য আপনি তৈরি?

সচিন: সবসময় সেই চেষ্টাই করে গিয়েছি।

India Sachin Tendulkar Yuvraj Singh Road safety Virender Sehwag Crciket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy