Advertisement
২৫ এপ্রিল ২০২৪
South Africa Cricket

ডি’ককের শতরান, প্রথম টেস্টে ইনিংসে হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ।

শতরানের পর অভিনব উচ্ছ্বাস ডি’ককের।

শতরানের পর অভিনব উচ্ছ্বাস ডি’ককের। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৩:১৮
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২২ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। এখনও পিছিয়ে ১৪৩ রানে। ফলে ইনিংসে হারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণ আফ্রিকাকে ৩০০-র গন্ডি পার করাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন কুইন্টন ডি’কক। উল্টোদিকে একের পর এক সতীর্থকে হারালেও শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৪১ রানে। মেরেছেন ১২টি চার এবং ৭টি ছয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৫ রানে ৪ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।

জবাবে দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের উত্তর খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট (৭), শাই হোপ (১২) কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে উইকেটে রয়েছেন রস্টন চেজ (অপরাজিত ২১) এবং জারমেইন ব্ল্যাকউড (অপরাজিত ১০)। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট অনরিখ নোখিয়া এবং কাগিসো রাবাডার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE