Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিরাটের সাফল্যের চাবিকাঠি নিয়ে কী বললেন ধোনি?

যে ভাবে একের পর এক অসাধারণ ইনিংস খেলছেন বিরাট তাতে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু ধোনি নিজে কী বলছেন বিরাটের এই সাফল্যে? আর বিরাটের এই সাফল্যের রহস্যটাই বা কী?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ১৫:৫৩
Share: Save:

যে ভাবে একের পর এক অসাধারণ ইনিংস খেলছেন বিরাট তাতে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু ধোনি নিজে কী বলছেন বিরাটের এই সাফল্যে? আর বিরাটের এই সাফল্যের রহস্যটাই বা কী?

ক্যাপ্টেন কুল-কে বিরাটের ধামাকেদার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে এক গাল চওড়া হাসি দিয়ে বলেন, “বিরাট নিজেই এর ভাল উত্তর দিতে পারবে। তবে চেষ্টা করে দেখতে পারি।”

ধোনি বলেন, “পারফর্ম করার একটা খিদে এবং চ্যালেঞ্জ গ্রহণ করাটাই বিরাটের সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি।”

তিনি আরও বলেন, “একটি বিষয়কে মানুষ নানা ভাবে ব্যখ্যা করতে পারে। যেমন, একটি গ্লাসে অর্ধেক জল আছে। গ্লাসটি অর্ধেক খালি বা অর্ধেক ভর্তি—এটাকে আপনি কী ভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনার ব্যাপার।”

কোহলিকে বলা রান তাড়া করার মাস্টার। রান তাড়া করেই তাঁর বেশির ভাগ ওয়ানডে সেঞ্চুরি এসেছে। কঠিন পরিস্থিতিটাকে কী ভাবে সামলাতে হয় সেটা বিরাট যে জানে অনেকবারই প্রমাণ করেছে। অস্ট্রেলিয়ায় তাঁর পারফরম্যান্স ছিলে উল্লেখযোগ্য। অজিদের চোখে চোখ রেখে খেলে এসেছেন।

এর পর ধোনি বলেন, “বিরাটের সব থেকে প্লাস পয়েন্ট হল প্রত্যেক জিনিসকে ও চ্যালেঞ্জ হিসাবে নেয়। আরও কী ভাবে উন্নতি করা যায় সব সময় চেষ্টা করে যাচ্ছে। প্রতিটি খেলায় কী ভাবে কনট্রিবিউট করা যায় সেই চেষ্টাটা ওর মধ্যে রয়েছে।”

তিনি আরও জানান, বিরাট সব সময় রান করতে চায়। নিজেকে ফিট রাখার চেষ্টা করে। এখন বিরাট অনেক পরিণত। কোন উইকেটে এবং কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হবে জানে সেটা।

বিরাট কী ভাবে বড় ইনিংস খেলেন সে দিকেও আলোকপাত করেছেন ধোনি। তিনি বলেন, “কোহলির ব্যাটিং যদি দেখেন, দেখবেন সিঙ্গলের উপর বেশি জোর দেয়। যদি প্রতি বলেই সিঙ্গলস এবং সিঙ্গলসকে দু’রানে পরিণত করা যায়, তাহলে বোলারদের উপর প্রেসার আসবেই। আর সেটা করতেই ভালবাসে বিরাট।”

প্রথমে বিরাটের প্রসঙ্গে কিছু বলতে না চাইলেও, তাঁর চ্যাম্পিয়ন ব্যাটসম্যানকে নিয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ধোনি। শেষমেশ বিরাটের সাফল্যের রহস্যটা উন্মোচই করে ফেলেন।

আরও পড়ুন...

আফ্রিদিদের বধ করে ড্রেসিংরুমে বিশ্বজয়ের হুঙ্কার কোহালির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE