Advertisement
১০ জুন ২০২৪
Sports News

ম্যাচের আগে কী বললেন বিরাট-স্মিথ

আমরা দীর্ঘ মরসুম খেলছি। এই মরসুমের শেষ দুটো ম্যাচের সামনে দাঁড়িয়ে আমরা। যেটা আমরা সদর্থকভাবেই শেষ করতে চাই। বেঙ্গালুরু টেস্টের পর যে ব্রেকটা আমরা পেয়েছিলাম সেটা সঠিক সময় ছিল। কারণ আমরা টানা খেলছি। বিশেষ কোনও সময় আমরা পাইনি।

বিরাট কোহালি ও স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

বিরাট কোহালি ও স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ২৩:০৩
Share: Save:

বিরাট কোহালি

লম্বা মরসুমের ক্লান্তি

আমরা দীর্ঘ মরসুম খেলছি। এই মরসুমের শেষ দুটো ম্যাচের সামনে দাঁড়িয়ে আমরা। যেটা আমরা সদর্থকভাবেই শেষ করতে চাই। বেঙ্গালুরু টেস্টের পর যে ব্রেকটা আমরা পেয়েছিলাম সেটা সঠিক সময় ছিল। কারণ আমরা টানা খেলছি। বিশেষ কোনও সময় আমরা পাইনি। আমার বিশ্বাস সকলেই এই ছুটিটা উপভোগ করেছে। সঙ্গে ছুটি কাটিয়ে সবার ফোকাস আবার ফিরে এসেছে ম্যাচে।

বেঙ্গালুরুতে তাঁর বক্তব্য

বেঙ্গালুরুতে আমি যা বলেছি সেটা নিয়ে ভাবতে চাই না। আমি যা বলি সেটা নিয়ে ভাবি না। তবে এটাও ঠিক একই জিনিস বার বার বলব না। কারণ আমাকে ক্রিকেটটা খেলতে হবে। একটা খুব ভাল সময় পেয়েছি ছুটি কাটিয়ে সবাই আবার পুরোপুরি ম্যাচেই মনো যোগ দেবে।

রাঁচী নিয়ে

শুধু পিচ নয় আবহাওয়া কেমন থাকবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। গরম ও আদ্রতা থাকবে। আমরা রিভার্স সুইং পাব। শুধু উইকেট নয় বাহ্যিক পরিস্থিতির উপরও অনেক কিছু নির্ভর করবে।

স্টিভ স্মিথ

সিরিজ নিয়ে

পুরো সিরিজে এখনও পর্যন্ত যা খেলা হয়েছে সেটা দেখে আমার মনে হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা ওদের স্পিনারদের অনেক ভাল খেলেছে। যতটা না ওদের ব্যাটসম্যানরা আমাদের স্পিনারদের খেলেছে। এটা হল স্পিন বনাম ব্যাটিংয়ের খেলা। ফার্স্ট বোলাররা তেমনভাবে মাঠে আসেনি।

বিরাট কোহালির মন্তব্য

ওর মন্তব্য পুরোপুরি ভুল। আমি অবশ্যই বেরিয়ে আসার পর বলেছিলাম, আমি একটা ভুল করেছি, আমার তরফ থেকে ভুল। মাথা কাজ করেনি। কিন্তু আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। ওর বক্তব্যও সঠিক ছিল না।

রাঁচীর পিচ

আমার মনে হয় না পিচে খুব বাউন্স থাকবে। খেলা চলার সঙ্গে সঙ্গে উইকেট ভাঙবে। প্লেয়ারদের সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হবে।

আরও খবর: কাল থেকে রাঁচী টেস্ট, ফিরছেন মুরলী বিজয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Steve Smith India Vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE