বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশকে হারিয়ে তাঁর ‘রাজা’ দর্শকাসনের দিকে ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আমেরিকার গ্র্যান্ড মাস্টার হিকারু নাকামুরা। তাঁর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশে বিস্মিত হয়েছিলেন ভারতের বিশ্বজয়ী দাবাড়ু। সমালোচিত হতে হয়েছে নাকামুরাকে। কিন্তু কেন এমন ‘বেপরোয়া’ উচ্ছ্বাস দেখালেন তিনি?
প্রদর্শনী প্রতিযোগিতা ‘চেকমেট ক্ল্যাশ’-এ মুখোমুখি হয়েছিল ভারত এবং আমেরিকা। পাঁচটি গেমই হেরে গিয়েছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টারেরা। টেক্সাসে শেষ গেমে মুখোমুখি হয়েছিলেন বিশ্বজয়ী গুকেশ এবং বিশ্বের দু’নম্বর নাকামুরা। জাপানি বংশোদ্ভুত আমেরিকার গ্র্যান্ডমাস্টার জয়ের পর বোর্ড থেকে গুকেশের ‘রাজা’কে তুলে ছুড়ে ফেলে দেন। তাঁর আচরণের নিন্দা হলেও নাকামুরা নিজের মতো করে যুক্তি দিয়েছেন। তাঁর যুক্তি প্রত্যাশা ছাপিয়ে যাওয়ায় আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।
আমেরিকার ৩৭ বছরের গ্র্যান্ডমাস্টার বলেছেন, ‘‘আমি দীর্ঘ দিন ধরে দাবা খেলছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলির মধ্যে গুকেশের বিরুদ্ধে এই জয়টাই সেরা। আমরা সাধারণত নিজেরাই নিজেদের জয় উদ্যাপন করতে অভ্যস্ত। আমাদের খেলাটা ভীষণ একা করে দেয়। সব কিছুই একা করতে হয়। আপনি যাই করুন, কোনও মান্যতা দেওয়া হয় না। ভারতীয় দাবাড়ুরা হারার পরও খুব হাসিখুশি ছিল। এই প্রতিযোগিতা আমার প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে।’’ নাকামুরা বোঝাতে চেয়েছেন, অপ্রত্যাশিত ফলের পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। উল্লেখ্য, শেষ গেমে নাকামুরা খেলেন সাদা ঘুঁটি নিয়ে। গুকেশ খেলেন কালো ঘুঁটি নিয়ে। দাবায় এই ধরনের উচ্ছ্বাস গ্রহণযোগ্য নয়। নাকামুরাও সমালোচিত হয়েছেন।
রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিক সরব হয়েছেন নাকামুরার আচরণ নিয়ে। ক্রামনিক সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এটা শুধু অশ্লীলতা নয়। এটা আধুনিক দাবার অবক্ষয়ের একটা দিক।’’ পরে আরও একটি পোস্টে ক্রামনিক লিখেছেন, ‘‘অনেক দাবা খেলোয়াড় রয়েছে, যারা অত্যন্ত পরিণত এবং ভদ্র। অনেক বড় নামও রয়েছে। গুকেশ তেমনই এক জন দাবাড়ু। অথচ জঘন্য আচরণের জন্য পরিচিত খেলোয়াড়দের বছরের পর বছর ধরে গুরুত্ব দেওয়া আমাদের প্রিয় খেলাটারই ক্ষতি করছে।’’
অনেকেই নাকামুরার সমালোচনা করলেও পাশে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা দাবা বিশ্লেষক লেভি রোজ়ম্যান। তিনি ‘রাজা’ ছুড়ে দেওয়ার আসল কারণ জানিয়েছেন। রোজ়ম্যান বলেছেন, ‘‘কোনও কারণ ছাড়া নাকামুরার এই আচরণ সম্পূর্ণ অপ্রয়োজনীয় মনে হতে পারে। তবে এটা আয়োজকদের পরিকল্পনা ছিল। নিছক বিনোদনের জন্যই এটা করা হয়েছে। কথা ছিল যে জিতবে, সে দর্শকদের দিকে প্রতিপক্ষের রাজা ছুড়ে দেবে। নাকামুরা সেটাই করেছে। তবে গুকেশ এমন করত কিনা বলতে পারব না। নাকামুরা পরে গুকেশের সঙ্গে কথা বলেছে। বিষয়টি ব্যাখ্যা করেছে। ও কোনও ভাবেই ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে অসম্মান করতে চায়নি। শুধু মজা করতে চেয়েছিল।’’
আরও পড়ুন:
আয়োজকদের পরিকল্পনা হলে, বিষয়টি আগে থেকে জানার কথা ছিল গুকেশেরও। তা হলে তিনি কেন নাকামুরার আচরণে বিস্মিত হয়েছিলেন? প্রশ্ন উঠছেই।