Advertisement
০৫ মার্চ ২০২৪
Wimbledon

Wimbledon: উইম্বলডনে শুরুতেই জোড়া অঘটন, প্রথম রাউন্ডেই বিদায় চিচিপাস, কিভিতোভার

চিচিপাস ও কিভিতোভা

চিচিপাস ও কিভিতোভা টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ২৩:৪০
Share: Save:

উইম্বলডনে শুরুর দিনই জোড়া অঘটন। পুরুষদের সিঙ্গলসে ফরাসী ওপেনে রানার-আপ স্টেফানোস চিচিপাস এবং মহিলাদের সিঙ্গলসে দু’ বারের চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভা প্রথম রাউন্ডেই হেরে গেলেন। দুজনেই হারলেন স্ট্রেট সেটে।

চিচিপাসকে হারিয়ে দিলেন আমেরিকার ফ্রান্সিস টিয়াফো। ম্যাচের ফল টিয়াফোর পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৩। নোভাক জোকোভিচের বিরুদ্ধে ফরাসি ওপেনের ফাইনালে হারের পর অনেকেই চিচিপাসের লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন। তবে উইম্বলডনের প্রথম ম্যাচেই হারতে হল গ্রিক টেনিস তারকাকে।

তবে উইম্বলডনে আগের বারেও প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল চিচিপাসকে। সেবার তিনি ছিলেন সপ্তম বাছাই। সোমবার প্রথম গেমেই চিচিপাসের সার্ভিস ভেঙে দেন বিশ্বের ৫৭ নম্বর খেলোয়াড় টিয়াফো। এরপর আর ফেরা হয়নি ফরাসি ওপেনে তারকা হয়ে ওঠা চিচিপাসের।

ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠতে থাকেন টিয়াফো। চিচিপাস দ্বিতীয় সেটে দুটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। তৃতীয় সেটেও প্রথম গেমে চিচিপাসের সার্ভিস ভেঙে দেন টিয়াফো। দু ঘন্টার মধ্যেই চিচিপাসের বিদায় নিশ্চিত হয়ে যায়।

কিভিতোভা

কিভিতোভা

মহিলাদের সিঙ্গলসে কিভিতোভা এ বার ছিলেন দশম বাছাই। তিনি ৩-৬, ৪-৬ গেমে হেরে যান স্লোন স্টিফেন্সের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE