Advertisement
০৬ মে ২০২৪

হোঁচট খেয়ে জয় রজারের, চোটে ছিটকে গেলেন মারিয়া

বার্টি যদিও শুরু থেকেই দাপট দেখাতে পারেননি। প্রথম সেটে এক সময় ৩-০ এগিয়ে যাওয়ার পরে ৪-৪ করে ফেলেন তাঁর চিনা প্রতিপক্ষ।

ছন্দে: স্ট্রেট সেটে প্রথম রাউন্ডে জেতার পরে শীর্ষবাছাই বার্টি। এপি

ছন্দে: স্ট্রেট সেটে প্রথম রাউন্ডে জেতার পরে শীর্ষবাছাই বার্টি। এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ০৫:৪২
Share: Save:

উইম্বলডন অভিযানের শুরুতেই হোঁচট খেলেন রজার ফেডেরার। আট বারের চ্যাম্পিয়ন প্রথম সেট হেরে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ লয়েড হ্যারিসকে হারালেন ৩-৬, ৬-১, ৬-২, ৬-২। এই নিয়ে ১২১৭তম সিঙ্গলস ম্যাচ জিতলেন ফেডেরার। উইম্বলডনে তাঁর ৯৬তম জয়। আর চারটি ম্যাচ জিতলেই নজির গড়বেন সুইস মহাতারকা। প্রথম সেটে হারার পরে ফেডেরার ভক্তদের মনে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সুইস মহাতারকা কুড়ি মিনিটের মধ্যেই সমস্ত আশঙ্কা উড়িয়ে ম্যাচ নিয়ন্ত্রণে

নিয়ে নেন।

এ ছাড়া নামী তারকাদের মধ্যে প্রথম রাউন্ডে এগোলেন রাফায়েল নাদাল, সেরিনা উইলিয়ামসও। ১২ নম্বর ফরাসি ওপেন জিতে আসা নাদাল ৬-৩, ৬-১, ৬-৩ হারান উইচি সুগিতাকে। দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন নিক কিরিয়সের। নাদালের বিরুদ্ধে কয়েক দিন আগেই বিতর্কিত মন্তব্য করেছিলেন কিরিয়স। ফলে, নাদাল-কিরিয়স লড়াই নিয়ে আগ্রহ বাড়ছে টেনিসভক্তদের। ২০১৪ সালে উইম্বলডন অভিষেকে কিরিয়সের বিরুদ্ধেই চতুর্থ রাউন্ডে ছিটকে গিয়েছিলেন নাদাল।

স্ট্রেট সেটে প্রথম রাউন্ডে জেতেন সেরিনাও। তিনি হারান জিউলিয়া গাতো মন্তাকোনেকে ৬-২, ৭-৫। দ্বিতীয় দিনও অঘটন অব্যহত। প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন প্রাক্তন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। চোটের জন্য ম্যাচের মাঝপথেই সরে যান তিনি। দু’বছর আগে চ্যাম্পিয়নের খেতাব জেতা গারবিনে মুগুরুজাও ছিটকে গেলেন। স্ট্রেট সেটে তাঁকে হারান যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে আসা ব্রাজিলের বিয়াত্রিজ হাদাদ মেইয়া। পাশাপাশি মিক্সড ডাবলসে অ্যান্ডি মারে খেলবেন সেরিনার সঙ্গে। তাঁদের প্রথম ম্যাচে নামতে দেখা যেতে পারে বৃহস্পতিবার। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল সেরিনার সঙ্গে তিনি জুটি বাধতে পারেন। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হল।

মেয়েদের সিঙ্গলসে, বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি এবং গত বারের চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কের্বের সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠলেন মঙ্গলবার। আগের দিন প্রাক্তন বিশ্বসেরা এবং দ্বিতীয় বাছাই নেয়োমি ওসাকার প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়া বা ১৫ বছর বয়সি মার্কিন স্কুলছাত্রী কোরি গাউফের সে দেশেরই পাঁচ বারের সিঙ্গলস চ্যাম্পিয়ন ভিনাস উইলিয়ামসকে ছিটকে দেওয়ার মতো কোনও অঘটন ঘটেনি এই দুই ম্যাচে। বরং দুই তারকাই স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষদের। বার্টি ৬-৪, ৬-২ হারান চিনের ঝেং সাইসাই-কে। জার্মান তারকা এবং চতুর্থ বাছাই কের্বের ৬-৪, ৬-৩ জেতেন সতীর্থ তাতানা মারিয়ার বিরুদ্ধে।

শেষ পর্যন্ত ঝেং-এর সার্ভিস ভেঙে ৫-৪ করার পরে সেট দখল করেন অস্টবার্টি যদিও শুরু থেকেই দাপট দেখাতে পারেননি। প্রথম সেটে এক সময় ৩-০ এগিয়ে যাওয়ার পরে ৪-৪ করে ফেলেন তাঁর চিনা প্রতিপক্ষ।্রেলীয় তারকা বার্টি। এর পরে আর খুব একটা বাধা দিতে পারেননি তাঁকে ঝেং। ম্যাচের পরে বার্টি বলেন, ‘‘প্রথম রাউন্ডের খেলা সব সময়ই খুব কঠিন। কোর্টের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। আমারও সেই সময়টা লেগেছে।’’ ২০১৫ সালে সেরিনা উইলিয়ামসের পরে দ্বিতীয় মহিলা টেনিস তারকা হিসেবে পর পর ফরাসি ওপেন এবং উইম্বলডন জেতার দৌড়ে আছেন বার্টি। বিশ্ব সেরা হিসেবে সেই লক্ষ্য তাড়া করতে নামাটা তাঁর কাছে কতটা চাপের? প্রশ্ন করলে বার্টি বলেছেন, ‘‘সত্যি বলতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। চেষ্টা করছি যতটা সম্ভব স্বাভাবিক থাকার।’’ দ্বিতীয় রাউন্ডে বার্টিকে খেলতে হবে বেলজিয়ামের অ্যালিসন ফান আতফান-এর বিরুদ্ধে। গত বছর তিনি দ্বিতীয় রাউন্ডে ছিটকে দিয়েছিলেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজাকে। বার্টি বলেছেন, ‘‘খুব কঠিন চ্যালেঞ্জ। আমার মনে হয়, সার্ভিসের দিক থেকে আমাকে শক্তিশালী থাকতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maria Sarapova Wimbeldon Roger Federer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE