মেয়েদের এশিয়া কাপ হকিতে বড় জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার তারা মাসকাটে দুবর্ল মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে ৯-০ গোলে।
ভারতের হয়ে জোড়া গোল করেছেন তিন ফরোয়ার্ড। তাঁরা হলেন বন্দনা কাটারিয়া, নভনিত কৌর এবং শর্মিলা দেবী। এ বারও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বছরের শেষে বিশ্বকাপে খেলা নিশ্চিত করাই মেয়েদের লক্ষ্য।
এমনিতে মালয়েশীয়দের বিরুদ্ধে লড়াইয়ে আগাগোড়া দাপট ছিল বন্দনাদেরই। প্রথম কোয়ার্টারেই তাঁরা তিন গোল করে দেন। প্রথমার্ধের বিরতিতে ভারত ৪-০ এগিয়েছিল।