মহিলাদের নয়, পুরুষদের টেনিসের জনপ্রিয়তা বা আকর্ষণই বেশি। সে কথা মাথায় রেখেই প্রতিযোগিতার সূচি তৈরি করা হচ্ছে। এ কথা জানালেন ফরাসি ওপেনের প্রধান কর্তা এমিলি মরেসমো।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের সূচি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, প্রাইম টাইমে অধিকাংশ খেলাই পুরুষদের দেওয়া হচ্ছে। মহিলাদের বেশি খেলা প্রাইম টাইমে দেওয়া হচ্ছে না। এর ফলে অধিকাংশ টেনিসপ্রেমী মহিলাদের খেলাগুলি দেখতে পাচ্ছেন না।
এই বিতর্কের জবাবেই প্রাক্তন টেনিস খেলোয়াড় বলেছেন, ‘‘এখনকার টেনিসে জনপ্রিয়তার নিরিখে একটা কথা বলতে পারি। একজন মহিলা এবং প্রাক্তন খেলোয়াড় হিসেবেও বলছি, পুরুষদের টেনিসের আকর্ষণ এখন বেশি। এটা বলতে আমার কোনও সমস্যা নেই। খারাপও লাগছে না। কারণ এটাই বাস্তব। সাধারণ ভাবেই পুরুষদের টেনিসের আকর্ষণ এই মুহূর্তে অনেক বেশি।’’