Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ইংল্যান্ডের জয়ের পিছনে ‘হ্যান্ড অব রেফারি’, বলছেন ক্ষিপ্ত মারাদোনা

মঙ্গলবার রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথমে হ্যারি কেনের পেনাল্টিতে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ মুহূর্তে গোল শোধ করে কলম্বিয়া।

ক্ষোভ: রেফারিকে কাঠগড়ায় তুললেন মারাদোনা। ফাইল চিত্র

ক্ষোভ: রেফারিকে কাঠগড়ায় তুললেন মারাদোনা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০৪:১৬
Share: Save:

রাশিয়া বিশ্বকাপে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। এ বার আরও এক বিতর্কিত মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করলেন দিয়েগো মারাদোনা। ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচের পরের দিন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক পরিষ্কার বলে দেন, গ্যারেথ সাউথগেটের দল প্রতারণা করে ম্যাচ জিতেছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গিগারকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড’ গোলে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিলেন মারাদোনা। এ বার ইংল্যান্ডের জয়ের পিছনে ‘হ্যান্ড অব রেফারি’ দেখছেন তিনি।

মঙ্গলবার রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথমে হ্যারি কেনের পেনাল্টিতে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ মুহূর্তে গোল শোধ করে কলম্বিয়া। টাইব্রেকে ম্যাচ জেতে ইংল্যান্ড। কিন্তু মারাদোনা পরিষ্কার বলছেন, রেফারির সাহায্য না পেলে শেষ আটে যেতে পারতেন না হ্যারি কেনরা। আর্জেন্টিনার এক টিভি চ্যানেলে মারাদোনা বলেছেন, ‘‘আমি একটা বিশাল চুরি দেখতে পাচ্ছি। কলম্বিয়ার মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কলম্বিয়ার মানুষের বোঝা উচিত, এই হারের জন্য তাদের দেশের ফুটবলাররা দায়ী নয়।’’

ইংল্যান্ডের সঙ্গে অবশ্য মারাদোনার সম্পর্ক কখনওই সে ভাবে ভাল নয়। মারাদোনাও বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও ইংল্যান্ড বিরোধীই আছেন। ম্যাচের আগেই কলম্বিয়ার জার্সি পরে ফেসবুকে ছবি দিয়েছিলেন তিনি। এও লিখেছিলেন, কলম্বিয়ার পাশেই আছেন। এ বার ম্যাচের পরে মারাদোনা বলেছেন, ‘‘এই ম্যাচে একের পর এক ভুল করেছেন রেফারি। তবে আমি সব চেয়ে বেশি দোষ দেব তাকে, যে রেফারি নিয়োগ করেছে।’’

আরও পড়ুন: দেশঁর কাছে তিনটি ম্যাচই এখন ফাইনালের মতো

মারাদোনা এখানে যে ব্যক্তির কথা বলেছেন, তাঁর নাম পিয়েরলুইজি কোলিনা। রেফারি কমিটির প্রধান কোলিনার উপরেই মূলত দায়িত্ব থাকে কোন রেফারি কোন ম্যাচ খেলাবেন, তা ঠিক করা। মারাদোনা বলেছেন, ‘‘কোলিনাই ঠিক করে কোন রেফারি ম্যাচ খেলাবে। এ ক্ষেত্রে খুবই খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোলিনার উচিত কলম্বিয়ার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া।’’

ইংল্যান্ডের ফুটবলারদেরও কড়া সমালোচনা করেছেন মারাদোনা। তিনি বলেছেন, ‘‘দু’বার ইংল্যান্ডের ফুটবলাররা ইচ্ছাকৃত ভাবে মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু রেফারি কিছু বলেনি।’’ হ্যারি কেনের পেনাল্টি পাওয়া নিয়ে মারাদোনার মন্তব্য, ‘‘কোনও সময়ই ওটা ফাউল ছিল না। বরং আমি বলব, দোষটা পুরোপুরি কেনের।’’ মারাদোনা আরও যোগ করেন, ‘‘রেফারি অন্য দিকে তাকিয়ে ছিল। যখন মাথায় ঘোরায়, তখন দেখে হ্যারি কেন মাটিতে পড়ে আছে। হ্যারি নিজে হাত দিয়ে স্যাঞ্চেসকে জড়িয়ে ধরেছিল। তার পরে ইচ্ছাকৃত ভাবে পড়ে যায়।’’

রেফারিকে কাঠগড়ায় তুলে মারাদোনা আরও বলেছেন, ‘‘আমি জানতে চাই, কেন রেফারি ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নেয়নি? কলম্বিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্নের অপমৃত্যু দেখল। যে কারণে আমি ওদের কুর্নিশ করছি।’’ রেফারির উদ্দেশে মারাদোনা বলেছেন, ‘‘রেফারি বেসবল নিয়ে অনেক কিছু জানতে পারে। কিন্তু ফুটবল নিয়ে ও কিছুই জানে না। না হলে ভার চাইবে না কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE