Advertisement
১৩ অক্টোবর ২০২৪

ওজিলকে নিয়ে চোট-আতঙ্কে বিশ্ব চ্যাম্পিয়নরা

জার্মানির শেষ প্রস্তুতি ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে। যে ম্যাচে বাইরে থাকতে হবে ওজিলকে। উত্তর ইতালিতে এখন প্রস্তুতি শিবির চলছে জার্মানির। গত শনিবার অস্ট্রিয়ার কাছে হেরে যায় বিশ্ব চ্যাম্পিয়ন দল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ০৩:১৮
Share: Save:

বিশ্বকাপের অভিযান শুরু করার আগে হঠাৎ করে চোট সমস্যায় আক্রান্ত মেসুত ওজিল। পর পর চার দিন তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। যার পরে জল্পনা শুরু হয়ে যায়, ওজিল কি তা হলে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। এর পরেই জার্মান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওজিল বিশ্বকাপে খেলবেন, তবে দলের শেষ প্রস্তুতি ম্যাচে তাঁকে বাইরেই থাকতে হবে।

জার্মানির শেষ প্রস্তুতি ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে। যে ম্যাচে বাইরে থাকতে হবে ওজিলকে। উত্তর ইতালিতে এখন প্রস্তুতি শিবির চলছে জার্মানির। গত শনিবার অস্ট্রিয়ার কাছে হেরে যায় বিশ্ব চ্যাম্পিয়ন দল। যে ম্যাচে চোট পান ওজিল। বৃহস্পতিবার ওজিল টুইট করেন, ‘‘আমি আজও দলের অনুশীলনে যোগ দিইনি ঠিকই, কিন্তু দৌড়তে পেরেছি।’’ বৃহস্পতিবারই ইতালি থেকে দেশে ফিরে এল জার্মান ফুটবল দল। যেখানে তারা শেষ প্রস্তুতি ম্যাচ খেলে রাশিয়া উড়ে যাবে।

ওজিলের চোট নিয়ে দলের ম্যানেজার এবং প্রাক্তন ফুটবলার অলিভার বিয়েরহফ বলেছেন, ‘‘এমন কোনও নাটকীয় ব্যাপার ঘটেনি ওজিলকে নিয়ে। আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। ও এখন দৌড়তে পারছে। আশা করি, বিশ্বকাপে খেলতে সমস্যা হবে না।’’

ওজিল-সমস্যার মধ্যে জার্মানিতে বিতর্ক চলছে লেরয় সানের বাদ পড়া নিয়েও। অপ্রত্যাশিত ভাবে সানেকে দলে রাখেননি জার্মান কোচ ওয়াকিম লো। সানের জায়গায় তিনি দলে রেখেছেন তরুণ ফুটবলার জুলিয়ান ভান্টকে। এর পরেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এ বার যা নিয়ে মুখ খুললেন জার্মানির প্রাক্তন অধিনায়ক মাইকেল বালাকও। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘লো-র এই সিদ্ধান্তের কোনও মাথামুণ্ডু নেই।’’ লো অবশ্য তাঁর সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, ‘‘দু’জনের মধ্যে এক জনকে বাছা খুব
কঠিন ছিল।’’

বালাক মানতে চান না এই যুক্তি। তিনি বলেছেন, ‘‘আমি দু’জনের মধ্যে কোনও ফোটো ফিনিশ দেখতে পাচ্ছি না। আমার কাছে এই সিদ্ধান্তের কোনও মানে নেই।’’ তিনি আরও বলেন, ‘‘দলে ২৩ জন ফুটবলার আছে। সেখানে যদি বলা হয়, ওই একটা জায়গা নিয়েই সমস্যা, তা হলে কিছু বলার নেই।’’ দু’জনের তুলনা করে বালাক আরও বলেন, ‘‘ভান্টও প্রতিভাবান। কিন্তু সানে যে পর্যায়ের ফুটবল খেলেছে, সেখানে এখনও পৌঁছতে পারেনি ও।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE