Advertisement
১৯ এপ্রিল ২০২৪
isl

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারকে দলে আনল আইএসএল-এর ওড়িশা এফসি

ভিয়াকে আনতে মুখ্য ভূমিকা নিয়েছেন ওড়িশার প্রাক্তন কোচ জোসেপ গোমবাউ এবং ভিক্টর ওনাতে।

বিশ্বকাপ হাতে ভিয়া।

বিশ্বকাপ হাতে ভিয়া। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৭:৪৩
Share: Save:

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ভিয়াকে ক্লাবে এনে চমকে দিল আইএসএল-এর দল ওড়িশা এফসি। বৃহস্পতিবার ভিয়ার ক্লাবে যোগদানের খবর জানানো হয়েছে। তবে ফুটবলার হিসেবে নন, ভিয়া কাজ করবেন পরামর্শদাতা হিসেবে। গোটা বিশ্বে ওড়িশা ফুটবল ক্লাবকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে নেতৃত্ব দেবেন তিনি।

ভিয়াকে আনতে মুখ্য ভূমিকা নিয়েছেন ওড়িশার প্রাক্তন কোচ জোসেপ গোমবাউ এবং ভিক্টর ওনাতে। ভারতের ক্লাবে যোগ দিতে পেরে খুশি ভিয়া। বলেছেন, “আমার যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। ভারতে কোনওদিন খেলিনি ঠিকই। কিন্তু ২০ বছর ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব যেসব প্রকল্প চালাচ্ছে সেগুলো সফল করার চেষ্টা করব। অনেক বড় মাপের ফুটবলারদের পাশে খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”

তাঁকে কি কোনও ভাবে ওড়িশার জার্সিতে খেলতে দেখা যাবে? হাসতে হাসতে ভিয়ার জবাব, “গত বছর খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বুঝতে পেরেছিলাম এটাই সরে যাওয়ার সেরা সময়।” স্পেনের হয়ে বিশ্বকাপ জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ভিয়া। ক্লাবের জার্সিতে বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদে খেলেছেন। জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও কিছু সময় কাটিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl World Cup Football Odisha FC David Villa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE