গোয়ায় জাতীয় ক্রীড়ায় অংশ নিতে গিয়ে চরম সমস্যায় বাংলার কুস্তিগিররা। রাত কাটালেন স্টেশনে!
জাতীয় ক্রীড়ায় বাংলার শেফ দ্য মিশন কমল মৈত্র গোয়া থেকে ফোনে বললেন, ‘‘কুস্তি শুরু ১ নভেম্বর থেকে। নিয়ম অনুযায়ী দলের ৩০ অক্টোবর গোয়া পৌঁছনোর কথা। আমাদের কিছু না জানিয়েই ওঁরা চলে যান ২৮ অক্টোবর। তবে আমরা দ্রুত সকলের থাকার ব্যবস্থা করেছি।’’
বাংলা কুস্তি সংস্থার সভাপতি অসিত সাহার অভিযোগ, ‘‘কমলবাবু সত্যি বলছেন না। আমরা দু’বার বাংলা অলিম্পিক সংস্থা, জাতীয় কুস্তি সংস্থা ও জাতীয় গেমস কমিটিকে বিস্তারিত ভাবে সব কিছু জানিয়েছি। প্রতিযোগিতার এই নিয়মের কথা আমাদের কখনওই জানানো হয়নি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)