বিশ্রামের এই ক’দিন তাঁর জীবন থেকে ব্যাট, বল, গ্লাভস উধাও। সে সব ছেড়ে দিয়ে নিজের শহরে ছুটি কাটাচ্ছেন ঋদ্ধিমান সাহা। শনিবার সন্ধ্যায় রওনা হচ্ছেন পুণে। যেখানে ২৩ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট। ওখানে পৌঁছনোর পরই ক্রিকেট গ্রহে ঢুকবেন ভারতীয় দলের উইকেটকিপার।
বৃহস্পতিবার দুপুরে তাঁর ক্লাব মোহনবাগানের অনুশীলনে হাজির হয়েছিলেন সতীর্থদের সঙ্গে দেখা করতে। সেখানে ঋদ্ধি বললেন, ‘‘শনিবার সন্ধ্যায় সম্ভবত পুণে যাব। তার আগে আর প্র্যাকটিস করছি না। ক’দিন ক্রিকেটের বাইরেই আছি। পুণে পৌঁছনোর পর টিমের সঙ্গে প্র্যাকটিসে নামব। তার আগে নয়।’’ ক্রিকেটের বাইরে থাকলেও ফিটনেস নিয়ে সতর্ক ঋদ্ধিমান। এ দিন মোহনবাগান জিমন্যাসিয়ামে কিছুক্ষণ ট্রেনিং করেন তিনি। বোর্ড সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটারদের রবিবারের মধ্যে পুণে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে প্রস্তুতি শুরু হবে।