সুব্রত ভট্টাচার্য বনাম সঞ্জয় সেনদুই বঙ্গসন্তানের ফুটবল মস্তিস্কের এক চমকপ্রদ আগুনে লড়াইয়ের ফল দেখার অপেক্ষায় মুখিয়ে আছে ময়দান।
সফল দুই কোচের লড়াই আসলে অবনমনের! দু’জনেরই তাই ঘুম ছুটেছে। কে কাকে পিছনে ফেলছেন সেটা দেখার জন্য অবশ্য চোখ রাখবেন গোয়ায় সুভাষ ভৌমিক থেকে মুম্বই এ সি-র খালিদ জামিলও। সামান্য স্বস্তিতে থাকলেও পাহাড়ের রাংদাজিদ আর শতবর্ষপ্রাচীন ক্লাব মোহনবাগানের করিম বেঞ্চারিফাও আড়চোখে হলেও নজর রাখবেন। কারণ, আই লিগের অবনমন-অঞ্চলে সবার টিমই ঘোরাফেরা করছে।
“এই ম্যাচটা জিততে পারলে আমরা কিন্তু অবনমন বাঁচানোর পথে অনেকখানি এগিয়ে যাব। না পারলে চাপ বাড়বে। এখন যা অবস্থা তাতে আমরা বেকায়দায় আছি।” লিগ টেবিলের লাস্ট বয় মহমেডান কোচ সঞ্জয় সেনের গলা ভয়ার্ত শোনায়। আর কল্যাণী থেকে অনুশীলন করিয়ে কলকাতায় বাড়িতে ফেরার পথে সুব্রত ভট্টাচার্যের মন্তব্য, “এই ম্যাচটা না জিততে পারলে সমস্যায় পড়ব। তিন পয়েন্ট না হলেও অন্তত এক পয়েন্ট চাই-ই। তাতেও স্বস্তি পাব।”
দেশের এক নম্বর টুর্নামেন্ট আই লিগ। সেখানে এমনই অদ্ভুত অবস্থা যে, ফেড কাপ চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স নেমে যাওয়ার আশঙ্কায় ধুঁকছে, ডুরান্ড-শিল্ডজয়ীরা লাস্ট বয় হয়ে অবনমন লড়ছে। কলকাতার লড়াইটাও বেশ উত্তেজক।
লিগ টেবিলে মহমেডানের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ১৭। আর প্রতিপক্ষ সুব্রতর ইউনাইটেড স্পোর্টসের অবস্থান লিগ টেবিলে দশ নম্বর। ২০ ম্যাচে ২১। আজ পয়েন্ট পেলেই চার্চিলকে লাস্ট বয় করে দিতে পারবে মহমেডান। ইউনাইটেড জিতলে টপকে যাবে রাংদাজিদকে। টাকা নেই, স্পনসর নেই, অনুশীলনের পর টিফিন দেওয়ার টাকাতেও টানাটানি, পরের বার টিম রাখা সম্ভব হবে কি না তার নিশ্চয়তা নেই সেই ‘নেই’ রাজ্যের বাসিন্দা হয়েও ইউনাইটেড কর্তারা এতটাই সিরিয়াস যে, অনেকেই ফুটবলারদের উদ্বুদ্ধ করতে রয়ে গিয়েছেন কল্যাণীতে। চোট সারিয়ে সদ্য মাঠে নামা লালকমল ভৌমিক থেকে বেলো, ওয়াহিদ, এরিক সবাই ম্যাচটা জিতে স্বস্তি পেতে চান। কিন্তু দলের অন্যতম ধারাবাহিক মিডিও কেরল গিয়েও ফেরেননি পারিবারিক কারণে। তাকে ছাড়াই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন সুব্রত। এলকো সাতোরির জায়গায় টিডির দায়িত্ব নিয়ে নেমে এখনও কোনও ম্যাচ জেতাতে পারেননি দেশের অন্যতম সফল সুব্রত। পাঁচ ম্যাচে তিনটি ড্র করেছে ইউনাইটেড। সেই সুব্রত বললেন, “ছেলেরা কিন্তু মানসিক ভাবে খুব ভাল জায়গায় আছে।” একই কথা বলছেন সঞ্জয়ও। নিজেই জানাচ্ছেন, “ছেলেদের বডি ল্যঙ্গুয়েজ যা তাতে জেতা উচিত আমাদের।” জোসিমার এ দিন অনুশীলনে সামান্য খুঁড়িয়েছেন। তাকে নামাবেন কি না সাদা-কালো কোচ সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচের দিন সকালে। জোসিমার না খেললে অসীম বিশ্বাস ঢুকবেন টিমে। তবে টিমে ফিরছেন লুসিয়ানো সাব্রোসা।
আই লিগের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। এ বার কী হবে? ড্র হলে কিন্তু লাভ ইউনাইটেডেরই।
শনিবারে
আই লিগ ফুটবল মহমেডান: ইউনাইটেড স্পোর্টস (কল্যাণী ২-৩০), সালগাওকর: রাংদাজিদ (মারগাও)।