আই লিগ খেতাবের দৌড়ে ফেরার মুখেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। আই লিগে আর নেই উগা ওপারা। অন্তত বারো সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হল ইস্টবেঙ্গলের নাইজিরিয়ান স্টপারকে।
চোটের জন্য এই মরসুমের প্রায় অর্ধেক ম্যাচই খেলতে পারেননি উগা। এ মরসুমে ইস্টবেঙ্গল খেলেছে ৩৯টি ম্যাচ। উগা খেলেছেন ১৮টি। মঙ্গলবার মহমেডান ম্যাচে ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন লাল-হলুদের স্টপার। বললেন, “আমি নিজেও ভাবতে পারিনি এই চোটটা এত বড় আকার নেবে। এই মরসুমে মাঠে নামা আমার পক্ষে আর সম্ভবই নয়। পরের মরসুমে যাতে শুরু থেকে মাঠে নামতে পারি সেই চেষ্টাই করব। তাড়াতাড়ি অস্ত্রোপচার করে ফিট হতে হবে। আই লিগে আর খেলতে পারব না ভাবলেই হতাশ হয়ে পড়ছি।”
কিন্তু উগার চোটটা ঠিক কোথায়? ডাক্তাররা জানাচ্ছেন, অ্যাচিলিস টেনডন ছিঁড়ে যাওয়াতেই সমস্যা বেড়েছে। সাধারণত এ ধরনের চোটে অস্ত্রোপচার করতেই হয়। ইস্টবেঙ্গলের সহ-সচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন “ওর পুরনো জায়গাতেই আবার চোট লেগেছে। এ মরসুমে উগার মাঠে ফেরার কোনও সম্ভবনাই নেই। ওর যা চোট তাতে মাঠে ফিরতে দশ সপ্তাহ তো লাগবেই।”
অবনমনের মুখে দাঁড়িয়ে থাকা মহমেডানও সমস্যায়। তাদের ব্রাজিলিয়ান স্টপার লুসিয়ানোকে নিয়ে। চোটের জন্য ডেম্পো ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। মঙ্গলবার ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচেই উগার সঙ্গে তিনিও চোট পান। ডাক্তার দশ-বারো দিন পুরো বিশ্রাম নিতে বলেছেন লুসিয়ানোকে। ২২ মার্চ গোয়ায় ডেম্পোর মুখোমুখি হবেন রহিম নবি, জোসিমাররা। সঞ্জয় সেন বললেন, “লুসিয়ানোকে দশ-বারো দিন বিশ্রাম নিতে বলেছেন ডাক্তার। কিন্তু ও মানসিক ভাবে খুব মজবুত। তাই ডেম্পো ম্যাচের আগে যদি ফিট হয়ে উঠতে পারে, তবে টিমের পক্ষে খুব ভাল হয়।”
উগার চোটটা ইস্টবেঙ্গলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার আশা এখনও রয়েছে লাল-হলুদের। সে জন্যই আর্মান্দো অ্যান্ড কোং তাকিয়ে আছে আজ বৃহস্পতিবার ইউনাইটেড স্পোর্টস-বেঙ্গালুরু এফসি ম্যাচের দিকে। শুধু ইস্টবেঙ্গল নয়, এই ম্যাচে চোখ থাকবে আই লিগে খেলা প্রায় সব ক’টি দলেরই। চ্যাম্পিয়নশিপ এবং অবনমন— একটি ম্যাচই আজ লিগ তালিকার অনেক অদল-বদল ঘটিয়ে দিতে পারে।
বেঙ্গালুরু আজ কল্যাণীতে জিতে গেলে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে যেমন অনেকটাই এগিয়ে যাবে, তেমনই হেরে গেলে সুবিধে পাবে পুণে-সালগাওকর-ইস্টবেঙ্গলের মতো দলগুলি। যারা খেতাবের দৌড়ে ফিরতে চাইছে। ইউনাইটেড যদি সুনীল ছেত্রীদের কাছে হেরে যায় তবে অবনমনের দিকে চলে যাবে। ফার্স্ট বয়দের বিরুদ্ধে নামার আগে সুব্রত ভট্টাচার্যের দল অবশ্য চোট সমস্যায় রীতিমতো জেরবার। বেঙ্গালুরুর বিরুদ্ধে পাওয়া যাবে না সংগ্রাম এবং বলবন্তকেও। তবে ইউনাইটেডের কাছে একটাই ভাল খবর, চোট সারিয়ে দলে ফিরছেন হাসান। বেলোর সঙ্গে শুরু করার সম্ভাবনা রয়েছে হাসানেরই। সুব্রত ভট্টাচার্য বললেন, “কোনও ভাবেই বৃহস্পতিবার হারা চলবে না। নিজেদের ঘর গুছিয়ে তিন পয়েন্টের জন্য ঝাঁপাব আমরা।”
বৃহস্পতিবারে আই লিগ
ইউনাইটেড স্পোর্টস : বেঙ্গালুরু এফসি (কল্যাণী, ২-৩০)।