Advertisement
E-Paper

প্রাক্তন ছাত্রই আজ মোরিনহোর কাঁটা

‘ডেয়ার টু ইব্রা’ বনাম ‘স্পেশাল ওয়ান’। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্যারিস সাঁ জাঁ আর চেলসির দুই সবচেয়ে বর্ণময় চরিত্রের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব--জ্লাটান ইব্রাহিমোভিচ আর হোসে মোরিনহো। দু’জনেই চমক দিতে যেমন ভালবাসেন, তেমনই পরস্পরের সঙ্গে সম্পর্ক দারুণ। প্রতিদ্বন্দ্বী হিসেবে কে কাকে ছাপিয়ে যান সেটাই বুধবারের মহারণের ‘ইউএসপি’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০২:৪৮
সাংবাদিক সম্মেলনে মোরিনহো, ইব্রাহিমোভিচ। ছবি: এএফপি

সাংবাদিক সম্মেলনে মোরিনহো, ইব্রাহিমোভিচ। ছবি: এএফপি

‘ডেয়ার টু ইব্রা’ বনাম ‘স্পেশাল ওয়ান’। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্যারিস সাঁ জাঁ আর চেলসির দুই সবচেয়ে বর্ণময় চরিত্রের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব--জ্লাটান ইব্রাহিমোভিচ আর হোসে মোরিনহো। দু’জনেই চমক দিতে যেমন ভালবাসেন, তেমনই পরস্পরের সঙ্গে সম্পর্ক দারুণ। প্রতিদ্বন্দ্বী হিসেবে কে কাকে ছাপিয়ে যান সেটাই বুধবারের মহারণের ‘ইউএসপি’।

ইব্রার প্রসঙ্গ উঠতেই মোরিনহোর প্রশংসা বরাবরের মতো ঝরে পড়েছে। “আমি মাত্র এক বছরই ওকে কোচিং করিয়েছি। সেটা খুব ভাল অভিজ্ঞতা ছিল। আমি যত প্লেয়ারকে কোচিং করিয়েছি তার মধ্যে ইব্রাই সেরা।” পাশাপাশি প্যারিস সাঁ জাঁ নিয়েও ‘দ্য স্পেশাল ওয়ান’-এর সতর্ক মন্তব্য, “ওরা চ্যাম্পিয়ন্স লিগের খেতাবের খুব বড় দাবিদার। টিমে বিশ্বের সেরা কয়েক জন প্লেয়ার রয়েছে। তাই খুব শক্তিশালী।”

ঘরের মাঠে যুদ্ধে নামার আগেও তো ইব্রা বলে দিয়েছেন, “কোচ হিসেবে মোরিনহোর সাফল্য বিরাট। শুধু জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ছাড়া।” বুধবার প্যারিসের লড়াইয়ে তাই ‘প্রিয় ছাত্র’কে কী ভাবে মোরিনহো সামলান, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে দেখলে যদিও পাল্লা ভারী প্যারিস সাঁ জাঁর। ২৮টি হোম ম্যাচে ইব্রারা অপরাজিত। তেমনই গত সপ্তাহেই প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মতো দুর্বল দলের কাছে হেরেছে চেলসি। লিভারপুলের কাছে হারাতে হয়েছে শীর্ষস্থানও। যার পর মোরিনহো বলেই দিয়েছেন, “যা অবস্থা তাতে প্রিমিয়ার লিগে খেতাব জেতা অসম্ভব”। তুলনায় সাঁ জাঁ সাত ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগে খেতাব প্রায় নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর থেকে সাঁ জাঁ ১৩ পয়েন্টে এগিয়ে! লরা ব্লাঁর টিমের সবচেয়ে বড় ভরসা ইব্রাও দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। চলতি মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০টি গোল করে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও ১০ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১৩) পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইব্রাই। আর নিজের সেরা অস্ত্র নিয়ে লরাঁ ব্লাঁ-র মন্তব্য, “৩২ বছর বয়সে মনে হয় ইব্রা ওর সেরা মরসুম খেলছে। আরও একটা কথা বলে রাখি, গত দু’মাস ধরে কিন্তু ওকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে।”

আজ চ্যাম্পিয়ন্স লিগে
চেলসি : প্যারিস সাঁ জাঁ (টেন স্পোর্টস, রাত ১২-১৫)
রিয়াল মাদ্রিদ : বরুসিয়া ডর্টমুন্ড (টেন অ্যাকশন, রাত ১২-১৫)

marinho ibrahimovich champions league
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy