ফুটসলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হওয়া নিয়ে হঠাৎ করে বিতর্কে টেনে আনা হল বিরাট কোহালিকে।
শনিবার ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের করা একটি টুইটকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্ক। সেই টুইটে প্রফুল্ল লিখেছেন, ‘আইএসএল দলের কোনও ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ফেডারেশন অনুমোদিত নয় এমন কোনও টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন না।’ মনে করা হচ্ছে, কোহালিকে উদ্দেশ করেই প্রফুল্ল পটেলের এই টুইট। আইএসএলে কোহালি আবার গোয়া ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক।
জানা গিয়েছে, আইএসএলের সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজিদের একটি চুক্তিপত্রে সই করতে হয়েছে। সেই চুক্তির একটি শর্ত হল, এমন কোনও টুর্নামেন্ট যেটা ফেডারেশন অনুমোদিত নয়, তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের যুক্ত হতে গেলে আইএসএল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এমনকী গত সপ্তাহে আইএসএলের গভর্নিং কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ফ্র্যাঞ্চাইজি টিমের কেউ ফুটসলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ফলে কোহালির ফুটসলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হওয়া নিয়ে এখন জলঘোলা হতে শুরু করেছে।