Advertisement
১৮ মে ২০২৪

পুলিশকে গালাগাল করে বিতর্কে পিকে

অনেক দিন ধরেই তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেন দল থেকে খুব শীঘ্রই হয়তো ছাঁটাই হবেন তিনি। বিতর্কের মধ্যেও আবার খারাপ কারণেই শিরোনামে চলে এলেন বার্সা ডিফেন্ডার জেরার পিকে। তাও আবার স্প্যানিশ পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ০৩:৩৫
Share: Save:

অনেক দিন ধরেই তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেন দল থেকে খুব শীঘ্রই হয়তো ছাঁটাই হবেন তিনি। বিতর্কের মধ্যেও আবার খারাপ কারণেই শিরোনামে চলে এলেন বার্সা ডিফেন্ডার জেরার পিকে। তাও আবার স্প্যানিশ পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে।

স্পেনের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেরার সময় পোর্ট অলিম্পিকের সামনে গাড়ি নিয়ে ক্যাসিনোতে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। কিন্তু ভুল জায়গায় গাড়ি পার্ক করায় ট্যাক্সিগুলো বেরোতে পারছিল না। যে কারণে পিকের দাদাকে জরিমানা করে পুলিশ। যিনি গাড়ি পার্ক করেন ওখানে। ঠিক তখনই গাড়ি থেকে বেরিয়ে অকথ্য গালিগালাজ করতে থাকেন পিকে। বলেন, “আমায় তোমরা হিংসা করো কারণ আমি বিখ্যাত একজন ফুটবলার। আমি তোমাদের কর্তাদের সঙ্গে দেখা করব। তোমাদের সাসপেন্ড করিয়ে দেব।” শুধু এখানেই থেমে থাকেননি পিকে। তিনি আরও যোগ করেন, “তোমাদের বাবা এই জরিমানা দেবে। আমি না। তোমাদের মতো পুলিশ থাকা মানে সমাজের পক্ষে খুব লজ্জাজনক।” সঙ্গে জরিমানার টিকিট ছুড়ে মারেন পুলিশের দিকে। তার পর দাদার সঙ্গেই সটান প্রবেশ করেন ক্যাসিনোয়। যদিও চব্বিশ ঘণ্টার মধ্যে এই খারাপ আচরণের জন্য টুইটারে ক্ষমা চাইলেন বার্সা ডিফেন্ডার। “আমি ক্ষমা চাইছি। রাগের মাথায় এই কথাগুলো বলে দিয়েছি। কিন্তু প্রচারমাধ্যম আমার কথাগুলো অনেক বাড়িয়ে বলেছে।”

এ রকম ঘটনার পরে আবার শোনা যাচ্ছে বার্সা নাকি জরিমানা করবে পিকে-কে। যদিও সতীর্থের পাশে দাঁড়িয়ে লেফট ব্যাক ইয়র্দি আলবা বলেন, “পিকে ক্ষমা চেয়ে নিয়েছে। এর পরেও ওকে আর শাস্তি দেওয়া উচিত না। আমরা সবাই ভুল করি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE