Advertisement
E-Paper

ফান গলের প্রতি শ্রদ্ধা গভীর, বললেন মোরিনহো

দু’জনেই ফুটবল কোচিংয়ের দুই নক্ষত্র। দু’জনেই নিজের মেজাজে চলতে ভালবাসেন। দু’জনে একসঙ্গে কাজও করেছেন বার্সেলোনাতেও। প্রথম জন লুই ফান গল যেমন ক্লাব কোচিংয়ে তাঁর কথা না শোনায় ব্রাজিলীয় তারকা রিভাল্ডোকে পর্যন্ত রেয়াত করেননি, তেমনই দ্বিতীয় জন হোসে মোরিনহোও বিপক্ষ কোচকে বড়সড় শ্রদ্ধার আসনে বসিয়েছেন বলে শোনা যায়নি সচরাচর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ০৩:২৯
মোরিনহোর পছন্দের কোচ।

মোরিনহোর পছন্দের কোচ।

দু’জনেই ফুটবল কোচিংয়ের দুই নক্ষত্র। দু’জনেই নিজের মেজাজে চলতে ভালবাসেন। দু’জনে একসঙ্গে কাজও করেছেন বার্সেলোনাতেও।

প্রথম জন লুই ফান গল যেমন ক্লাব কোচিংয়ে তাঁর কথা না শোনায় ব্রাজিলীয় তারকা রিভাল্ডোকে পর্যন্ত রেয়াত করেননি, তেমনই দ্বিতীয় জন হোসে মোরিনহোও বিপক্ষ কোচকে বড়সড় শ্রদ্ধার আসনে বসিয়েছেন বলে শোনা যায়নি সচরাচর। এ বার অবশ্য উলটপুরাণ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ ফান গল যে তাঁর কাছে একজন শ্রদ্ধার ব্যক্তিত্ব তা জানিয়েছেন আর কেউ নয়, খোদ চেলসি কোচ হোসে মোরিনহো স্বয়ং। তাঁর কথায়, “ফান গলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি এবং ম্যান ইউয়ের চিরপ্রতিদ্বন্দ্বিতা একটা বড় বক্স অফিস। এ বার সেই দুই বড় দলের ‘হট সিট’-এ বসবেন এই দু’জন। গত মরসুমে ইপিএল-এ সাত নম্বরে শেষ করেছিল ওয়েন রুনিদের ম্যান ইউ। এ বার ফান গল কোচিংয়ের দায়িত্বে এসে প্রথম সাংবাদিক সম্মেলনেই চাগিয়ে দিয়েছেন ‘রেড ডেভিল’স’ সমর্থকদের। ডাচ কোচের আক্রমণাত্মক ফুটবল দর্শনকে ধরেই ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যান ইউ সমর্থকরা। যা জানেন মোরিনহোও। তাই ব্রিটিশ মিডিয়ার কাছে ফুটবল দুনিয়ার ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর মন্তব্য, “ম্যান ইউ শিবিরে ফান গল আসায় একদমই চিন্তিত নই। বরং মুখিয়ে আছি ফান গলের দলের বিরুদ্ধে নামার জন্য।” এখানেই না থেমে মোরিনহো আরও বলেন, “ফান গলের সাংবাদিক সম্মেলনটা দেখলাম। আগে যেমন দেখেছিলাম, তেমনই আছেনসৎ, স্পষ্টবাক, খোলা মনের মানুষ এবং এক জন দুর্দান্ত কোচ। আমার একজন ভাল বন্ধুও। ওঁর কোচিংয়ে ম্যান ইউ উপকৃত হবে।” এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগে ফান গলের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নামছে ১৬ অগস্ট সোয়ানসি সিটির বিরুদ্ধে। দু’দিন পরেই চেলসির প্রথম ম্যাচ বার্নলের বিরুদ্ধে।

যাঁকে নিয়ে মোরিনহোর এত শ্রদ্ধা এবং স্তুতি ঝরছে সেই ফান গল অবশ্য এই মুহূর্তে প্রাক-মরসুম প্রস্তুতি সারতে দল নিয়ে হাজির মার্কিন মুলুকে। বুধবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এ দিন অনুশীলনের সময় ইংল্যান্ড তারকা ওয়েন রুনির সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায় ফান গলকে। হুয়ান মাতা, দি গিয়ার মতো তারকাদের সঙ্গে লিউক শ এবং আন্দের হেরেরার মতো তারকারাও থাকলেও বিশ্বকাপের ছুটি কাটিয়ে দলের সঙ্গে এখনও যোগ দেননি ফান পার্সি, জাভিয়ের হার্নান্দেজ, ফেলাইনি বা জানুজাজরা।

মার্কিন মুলুকে প্রাক-মরসুম প্রস্তুতি সারার ফাঁকে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে ম্যান ইউ। বুধবার প্রথম ম্যাচ ডেভিড বেকহ্যামের এক সময়কার ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিস। তার পর ডেনভার-এ আগামী শনিবার ফান গলের প্রতিপক্ষ লা লিগার দল এএস রোমা। ২৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে ইন্টার মিলানের সঙ্গে খেলবেন রুনিরা। ২ অগস্ট ম্যান ইউয়ের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

fan gal marinho london
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy