Advertisement
০১ মে ২০২৪

সিরিজ শুরুর আগেই ঢাকায় মাঠের বাইরে নাটক

মাঠে নয়, মাঠের বাইরের নাটকেই জমে উঠল ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে বাকি আরও এক দিন। এরই মধ্যে প্রথমে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে পরে ম্যানেজারের কাজ চালিয়ে যেতে রাজি বলে বিতর্ক তৈরি করলেন বাংলাদেশের ক্রিকেট ম্যানেজার খালেদ মাহমুদ। নিজের ইস্তফাপত্র ইমেল করার কথা সোমবার দুপুরে স্বীকার করেন মাহমুদ। তিনি নাকি রবিবারই বোর্ডের কাছে সে চিঠি পাঠিয়েছিলেন। ইস্তফার কারণ হিসেবে ‘পারিবারিক বিষয়’-এর উল্লেখও করেছিলেন বলে সূত্রের খবর। মিডিয়ায় সে খবর প্রকাশিতও হয়ে যায়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেন বিসিবি-র অপারেশনস কমিটির প্রধান নাইমুর রহমান। তবে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে মাহমুদের সঙ্গে আলোচনা করবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ১৩:২৩
Share: Save:

মাঠে নয়, মাঠের বাইরের নাটকেই জমে উঠল ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে বাকি আরও এক দিন। এরই মধ্যে প্রথমে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে পরে ম্যানেজারের কাজ চালিয়ে যেতে রাজি বলে বিতর্ক তৈরি করলেন বাংলাদেশের ক্রিকেট ম্যানেজার খালেদ মাহমুদ।

নিজের ইস্তফাপত্র ইমেল করার কথা সোমবার দুপুরে স্বীকার করেন মাহমুদ। তিনি নাকি রবিবারই বোর্ডের কাছে সে চিঠি পাঠিয়েছিলেন। ইস্তফার কারণ হিসেবে ‘পারিবারিক বিষয়’-এর উল্লেখও করেছিলেন বলে সূত্রের খবর। মিডিয়ায় সে খবর প্রকাশিতও হয়ে যায়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেন বিসিবি-র অপারেশনস কমিটির প্রধান নাইমুর রহমান। তবে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে মাহমুদের সঙ্গে আলোচনা করবেন।

কিন্তু, সোমবার বেলা গড়াতেই আর এক প্রস্থ নাটক! এ দিন সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের প্রাক্তন মিডিয়াম পেসার তথা বর্তমান ম্যানেজার মাহমুদ জানান, এখনই নয়, আপাতত আসন্ন সিরিজে নিজের দায়িত্ব পালন করবেন তিনি। তিনি আরও বলেন, “প্রথমে ইস্তফার সিদ্ধান্ত নিলেও বোর্ডের সঙ্গে কথা বলে তা পরিবর্তন করেছি। তবে এর পর যেন এক জন স্থায়ী ম্যানেজার নিয়োগ করা হয়।”

এই বিতর্কের আবহেই সোমবার সকালে ঢাকায় পৌঁছল ভারতীয় ক্রিকেট দল। সূচি অনুযায়ী দু’দেশের মধ্যে একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে খেলা হবে। কলকাতায় অনুশীলন শিবির শেষে ১৪ জনের দলটি এ দিন বাংলাদেশের মাটিতে পা রাখে। অস্ট্রেলিয়া সফর শেষে টেস্ট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাই এ বার সহ-অধিনায়ক নয়, একেবারে অধিনায়ক হয়েই ফাতুল্লাতে বাংলাদেশের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি।

দ্বিপাক্ষিক সিরিজে ভারতের সঙ্গে বাংলাদেশের শেষ দেখা হয়েছিল ২০০৯-’১০ মরসুমে। ওই সিরিজটি ২-০ ফলাফলে জিতেছিল ভারত। পাঁচ বছর পর ফের আর এক সিরিজে দু’দেশ পরস্পরের বিরুদ্ধে নামতে চলেছে। প্রথম টেস্ট শুরু আগামী ১০ জুন।

রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় ঢাকা। লিখছেন উত্পল শুভ্র
পড়তে ক্লিক করুন এখানে...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bd
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE