Advertisement
১৭ মে ২০২৪

সমস্যায় পাকিস্তান, ছিটকে গেলেন জুনেইদও

বিশ্বকাপের আগে ফের ধাক্কা খেল পাকিস্তান। ঊরুর চোটে বিশ্বকাপে খেলতে পারবেন না ২৫ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলার জুনেইদ খান। বোলিং অ্যাকশনের সমস্যা না মেটায় আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নির্বাসিত তারকা পাক স্পিনার সইদ আজমল। হাঁটুর চোটের জন্য নেই অভিজ্ঞ পেসার উমর গুলও। ক্রিকেটের বিশ্বযুদ্ধে জুনেইদের উপরই কিছুটা হলেও আশা ছিল সমর্থকদের। কিন্তু তাঁর প্র্যাকটিসে পাওয়া চোটই কাল হয়ে দাঁড়াল। পাকিস্তান বোর্ড সোমবার বিবৃতিতে জানিয়েছে, “ফিটনেস টেস্টে পাশ করতে পারেনি জুনেইদ।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪২
Share: Save:

বিশ্বকাপের আগে ফের ধাক্কা খেল পাকিস্তান। ঊরুর চোটে বিশ্বকাপে খেলতে পারবেন না ২৫ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলার জুনেইদ খান। বোলিং অ্যাকশনের সমস্যা না মেটায় আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নির্বাসিত তারকা পাক স্পিনার সইদ আজমল। হাঁটুর চোটের জন্য নেই অভিজ্ঞ পেসার উমর গুলও। ক্রিকেটের বিশ্বযুদ্ধে জুনেইদের উপরই কিছুটা হলেও আশা ছিল সমর্থকদের। কিন্তু তাঁর প্র্যাকটিসে পাওয়া চোটই কাল হয়ে দাঁড়াল। পাকিস্তান বোর্ড সোমবার বিবৃতিতে জানিয়েছে, “ফিটনেস টেস্টে পাশ করতে পারেনি জুনেইদ। তাই বিশ্বকাপে ও নামতে পারবে না।” তাঁর জায়গায় বিশ্বকাপের ১৫ জনের দলে আসতে পারেন আর এক পেসার বিলওয়াল ভাট্টি। তবে জুনেইদ ছিটকে যাওয়ায় সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে নির্বাসিত মহম্মদ হাফিজের উপর চাপ বাড়ছে। বিশ্বকাপের আগেই তাঁর অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে মরিয়া পাকিস্তান বোর্ড। যাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ ওয়ান ডেতে নামবে পাকিস্তান। এর পরই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন মিসবা উল হকরা। বিশ্বকাপে মিসবাদের প্রথম ম্যাচ অ্যাডিলেডে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world cup 2015 pakistan junaid karachi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE