Advertisement
২৫ এপ্রিল ২০২৪
রোহিতের পরে লাগল শামিরও

হারের পর চোটের ধাক্কায় কাবু টিম ইন্ডিয়া

মহম্মদ শামি পা ফেলতে অসুবিধে হচ্ছে। রবিবাসরীয় যুদ্ধে ওভারের মাঝপথে উঠে যেতে হল। রোহিত শর্মা মেলবোর্নে সেঞ্চুরি করলেন, কিন্তু ফিল্ডিংয়ের হাঁটুতে চোটও পেলেন। শোনা গেল, মাঝে মাঝেই নাকি তিনি খোঁড়াচ্ছেন। ভুবনেশ্বর কুমার পুরো ফিট নন। মাঠে পঞ্চাশ ওভার থাকতে পারছেন না। শামি চোট পেয়ে উঠে যাওয়ার পর ভুবিকে ওভারটা শেষ করতে দেখা গেল। কিন্তু তিনি নাকি সেটা করতে গিয়েছিলেন ড্রেসিংরুম থেকে!

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৫ ০২:৫৭
Share: Save:

মহম্মদ শামি পা ফেলতে অসুবিধে হচ্ছে। রবিবাসরীয় যুদ্ধে ওভারের মাঝপথে উঠে যেতে হল।

রোহিত শর্মা মেলবোর্নে সেঞ্চুরি করলেন, কিন্তু ফিল্ডিংয়ের হাঁটুতে চোটও পেলেন। শোনা গেল, মাঝে মাঝেই নাকি তিনি খোঁড়াচ্ছেন।

ভুবনেশ্বর কুমার পুরো ফিট নন। মাঠে পঞ্চাশ ওভার থাকতে পারছেন না। শামি চোট পেয়ে উঠে যাওয়ার পর ভুবিকে ওভারটা শেষ করতে দেখা গেল। কিন্তু তিনি নাকি সেটা করতে গিয়েছিলেন ড্রেসিংরুম থেকে!

উমেশ যাদব তিনিও নাকি সম্পূর্ণ চোটমুক্ত নন। রান আপে ঠিকঠাক ছন্দ নাকি এখনও নেই।

রবীন্দ্র জাডেজা কাঁধের চোট এখনও সারেনি। ফিটনেস টেস্ট দিলেও পুরো সুস্থ তিনি নন।

ইশান্ত শর্মা বাঁ হাঁটুতে চোট। শুশ্রূষা চলছে।

মেলবোর্নে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। কিন্তু হারের ক্ষতের চেয়ে ক্যাপ্টেন কুলকে সম্ভবত বেশি চিন্তায় রাখবে টিমের ক্রিকেটারদের ফিটনেস। মাত্র দু’দিনের মধ্যে ব্রিসবেনে পরবর্তী ম্যাচের আগে যা ধাক্কা তো বটেই।

ম্যাচের একেবারে শেষ দিকে পায়ে চোট লাগে শামির। অস্ট্রেলিয়া তখন ম্যাচ জেতা নিয়ে আচমকাই চাপে পড়েছে। ওই অবস্থায় মাত্র এক বল করে মাঠ ছাড়েন ভারতীয় টিমের পেসার। ভুবনেশ্বর কুমার ওভারটা শেষ করেন ঠিকই, কিন্তু তাঁরও তখন আবার শুশ্রূষা চলছিল ড্রেসিংরুমে। সেখান থেকে এসে ওভারটা করেন ভুবি। মেলবোর্নে ফোন করে জানা গেল, শামির চোট নাকি অত গুরুতর নয়। স্প্রে দেওয়া হয়েছে। কিন্তু রোহিতেরটা নিয়ে কিছুটা হলেও নাকি চিন্তা থাকছে। বলা হচ্ছে, এমসিজি-র আউটফিল্ড অসমান থাকাই নাকি রোহিতের হাঁটুতে চোট লাগার কারণ। ফিল্ডিং করতে করতে মাঝে মাঝে উঠেও যাচ্ছিলেন রোহিত।

পরের ম্যাচে শামি বা রোহিতের অবস্থা কী দাঁড়াবে, এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। আরও ঝামেলা হয়েছে ভারতের ম্যাচ দু’টো একেবারে গায়ে-গায়ে হওয়ায়। সোমবার সকাল সাড়ে এগারোটায় ব্রিসবেন যাচ্ছে ভারত। আর পরের দিনই ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে ব্রিসবেন ম্যাচের পরের পাঁচ দিনে ভারতের আর কোনও ম্যাচ নেই। তার মধ্যে জাডেজা-সহ অনেককেই নাকি ফিট করে তোলার চেষ্টা হবে। বলা হচ্ছে, কোনও পেসারের উপরই অতিরিক্ত চাপ দেওয়া যাচ্ছে না বর্তমানে। কারণ, কোনও পেসারকে অতিরিক্ত চাপ মানে, পরের ম্যাচে তাঁর বসে যাওয়ার আশঙ্কা।

তা হলে আপাতত উপায়? পরের ম্যাচে কেউ না পারলে?

একজনই আছেন। তিনি মোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় পেসারদের মধ্যে তাঁকেই নাকি সবচেয়ে ফিট দেখাচ্ছে।

মেলবোর্ন ওয়ান ডে-র স্কোর

ভারত

রোহিত ক ম্যাক্সওয়েল বো স্টার্ক ১৩৮
ধবন ক ফিঞ্চ বো স্টার্ক ২
রাহানে ক হাডিন বো সান্ধু ১২
বিরাট ক বেইলি বো ফকনার ৯
রায়না ক ম্যাক্সওয়েল বো স্টার্ক ৫১
ধোনি বো স্টার্ক ১৯
পটেল এলবিডব্লিউ স্টার্ক ০
অশ্বিন ন.আ. ১৪
ভুবনেশ্বর বো স্টার্ক ০
শামি ন.আ. ২
মোট ৫০ ওভারে ২৬৭-৮
অতিরিক্ত ২০
পতন: ৩, ৩৩, ৫৯, ১৮৫, ২৩৭, ২৩৭, ২৬২, ২৬২।
বোলিং: স্টার্ক ১০-২-৪৩-৬, কামিন্স ১০-০-৫২-০, সান্ধু ১০-০-৫৮-১, ফকনার ১০-০-৬৩-১, ওয়াটসন ৮-০-৩৩-০, ম্যাক্সওয়েল ২-০-১৪-০।

অস্ট্রেলিয়া

ফিঞ্চ ক ধোনি বো উমেশ ৯৬
ওয়ার্নার ক রায়না বো উমেশ ২৪
ওয়াটসন বো পটেল ৪১
স্মিথ ক অশ্বিন বো শামি ৪৭
ম্যাক্সওয়েল ক ও বো ভুবনেশ্বর ২০
বেইলি ক ধোনি বো অশ্বিন ৫
হাডিন ন.আ. ১৩
ফকনার ন.আ. ৯
মোট ৪৯ ওভারে ২৬৯-৬
পতন: ৫১, ১১৫, ২১৬, ২১৯, ২৩০, ২৪৮
বোলিং: ভুবনেশ্বর ৯.৫-০-৪৪-১, উমেশ ১০-১-৫৫-২, শামি ৮.১-০-৪৪-১, পটেল ১০-০-৪৫-১, অশ্বিন ৯-০-৫৪-১, রায়না ২-০-২৪-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE