Advertisement
০৪ মে ২০২৪

শ্রীকান্তকে মাত্র দু’দিন হাতে পাচ্ছে সিবিআই

সিবিআই সূত্রের খবর, মঙ্গলবার জেল থেকে শ্রীকান্তকে নিয়ে তাদের ভুবনেশ্বরের অফিসে নিয়ে যাওয়া হয়। বিচারকের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আবার তাঁকে আদালতে তোলার কথা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০৩:১৯
Share: Save:

গ্রেফতার করে প্রথম বার আদালতে তুলেও শ্রীভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে নিজেদের হেফাজতে চায়নি সিবিআই। ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থা পরে আবেদন জানায়, পাঁচ দিনের জন্য তারা ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চায়। কিন্তু শ্রীকান্তকে মাত্র দু’দিনের জন্য তাদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক।

সিবিআই সূত্রের খবর, মঙ্গলবার জেল থেকে শ্রীকান্তকে নিয়ে তাদের ভুবনেশ্বরের অফিসে নিয়ে যাওয়া হয়। বিচারকের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আবার তাঁকে আদালতে তোলার কথা। শ্রীকান্তের আইনজীবী রাজদীপ মজুমদার এ দিন ভুবনেশ্বর থেকে বলেন, ‘‘আমরা বলেছি, প্রথম দিন যাঁকে আদালতে তুলে যারা নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করল না, গত দু’দিনে তদন্তের ক্ষেত্রে কী এমন অগ্রগতি হয়ে গেল যে, সেই শ্রীকান্তকে এখন হেফাজতে নিয়ে জেরা করতে হবে?’’

আরও পড়ুন: চাকরি নিয়ে নীরব, মোদীর উৎসাহ খেলায় ​

২৪ জানুয়ারি কলকাতার কসবার একটি শপিং মলে শ্রীকান্তের অফিস থেকে তাঁকে সল্টলেকে নিজেদের অফিসে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে সিবিআই। পরের দিন সকালে কলকাতা থেকে উড়ানে ভুবনেশ্বর নিয়ে গিয়ে তাঁকে তোলা হয় আদালতে। সিবিআইয়ের অভিযোগ, অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির চ্যানেলে নিজের তৈরি সিনেমা দেখানোর জন্য শ্রীকান্ত যে-চুক্তি করেছিলেন, তিনি তা লঙ্ঘন করেন। সেই জন্য রোজ ভ্যালির কাছ থেকে নেওয়া টাকা আদালতের নির্দেশে তাদের ফেরত দেওয়ার কথা ছিল শ্রীকান্তের। কিন্তু তিনি সেই টাকা ফেরত দেননি। সিবিআইয়ের বক্তব্য, ওই টাকা সাধারণ মানুষকে ঠকিয়ে বাজার থেকে তোলা হয়েছিল। সেই জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shrikant Mohta Rose Valley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE