Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Coronavirus

১ জুন থেকে খুলছে ধর্মীয় স্থান, চালু হচ্ছে অফিসও, বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মন্দির-মসজিদ খুললেও কোনও জমায়েত করা যাবে না। ভিতরে এক বারে ১০ জনের বেশি ঢোকা যাবে না।’’

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতাৈ বন্দ্যোপাধ্যায়। ছবি: টুুইটার থেকে

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতাৈ বন্দ্যোপাধ্যায়। ছবি: টুুইটার থেকে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২০ ১৬:২৩
Share: Save:

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১ মে। তার পরের দিন থেকেই খুলে যাচ্ছে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের মতো ধর্মীয় স্থানগুলি। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাজার-সহ বিভিন্ন জায়গায় জমায়েত নিয়ে এ দিন উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া এ দিন ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদানও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী।

৩১ মে চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার পরের দিন থেকে রাজ্যে মন্দির, মসজিদ, গির্জা, গুরদ্বার খোলায় বাধা থাকবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মন্দির-মসজিদ খুললেও কোনও জমায়েত করা যাবে না। ভিতরে এক বারে ১০ জনের বেশি ঢোকা যাবে না। এর অন্যথা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ধর্মীয় স্থানে কোনও জমায়েত বা অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি প্রবেশ পথে ধর্মস্থানগুলির কর্তৃপক্ষকেই স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।’’ এর পাশাপাশি সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ থেকে কর্মীসংখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি সংস্থার ক্ষেত্রে ঘরে থেকে কাজ করার পক্ষে সুপারিশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার কর্তৃপক্ষের উপরেই সিদ্ধান্তের ভার ছেড়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি এ দিন নবান্ন থেকে আমপানে ক্ষতিগ্রস্তদের অর্থসাহায্যও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘অর্থসাহায্য ও পুনর্গঠনে সব মিলিয়ে ৬২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নগদ ৫ হাজার টাকা দেওয়া হল শুক্রবার। মোট এক লক্ষ পরিবারকে দেওয়া হল এ দিন। পরে আরও দেওয়া হবে। এ ছাড়া পানের বরজের জন্য ২০০ কোটি টাকা, রাস্তা মেরামত খাতে ১০০ কোটি, পোল্ট্রি ও গবাদি পশুর ক্ষতির জন্য ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষকদের এককালীন অনুদান দেওয়া হবে ১৫০০ টাকা। ২০ লক্ষ কৃষককে এই সাহায্য দেওয়া হবে।’’

মমতার বক্তব্য:

• তাঁকে ১০ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করছি

•হুগলিতে দমকলের এক কর্মীর মৃত্যু হয়েছে

• আমপানে মৃতের সংখ্যা ৮৬ থেকে বেড়ে ৯৮ হয়েছে

• যাঁরা পাননি, কালকের মধ্যে পৌঁছে যাবে

• আজ থেকে বাড়ি নির্মাণের জন্য ২০ হাজার টাকা করে দিয়ে দিলাম

• আমি ক্লিক করলেই ১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে

• আজকে আমরা আমপান সাইক্লোন রিলিফের পক্ষ থেকে ১ লক্ষ মানুষকে এই টাকাগুলো দেওয়া হবে

• টিউবয়েলগুলি সক্রিয় করা হবে ১ জুনের মধ্যে

• ১০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর পরকল্পনা নেওয়া হয়েছে

• ২০ হাজার পান বরজ আগের অবস্থায় ফেরানোর কাজ শুুরু হয়েছে

• ৬ জুন ভরাকোটাল আছে, তার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে

• এর মধ্যেই ৪০০-র মতো ব্রিজ মেরামত করে ফেলেছি আমরা

• এই সব এলাকায় জেনারেটর তালিয়ে পরিস্থিতি সামাল দিতে

• বাকিদের কিছু সমস্যা আছে, সেই কারণেই বিদ্যুৎ চালু করতে সমস্যা হবে

• ৮৮ লক্ষ গ্রাহকের মধ্যে ৭০ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ ফেরানো সম্ভব হয়েছে

• ২৭৩টি সাব স্টেশন আমরা চালু করে ফেলেছি

• জুন এবং জুলাইয়ের টাকা রিলিজ করে দেওয়া হল

• জয়বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে ১ হাজার কোটি টাকা ৫০ লক্ষ উপভোক্তার জন্য ২০০০ টাকা করে দেওয়া হবে

• কৃষকবন্ধু স্কিমের জন্য ৮০০ কোটি টাকা

• পোল্ট্রি, গবাদি পশুর জন্য ১০০ কোটি রাখা হয়েছে

• গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা

• সেচ দফতরের বাঁধ ভেঙে গিয়েছে, সেগুলি মেরামতির জন্য ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে

• টিউবওয়েলের জন্য দেওয়া হয়েছে ২৫০ কোটি টাকা

• ১৫ হাজার টাকা ১০০ দিনের কাজের মধ্যে পাবেন

• এখনই দেওয়া হবে ৫০০০ টাকা, ৫ লক্ষ পরিবারকে

• পানের বরজের জন্য ২০০ কোটি টাকা রেখেছি

• কৃষকরা এতে ১৫০০ টাকা করে পাবেন

• ২০ লক্ষ কৃষকের জন্য ৩০০ কোটির ব্যবস্থা করা হয়েছে

• ২৮ হাজার টাকা ১০০ দিনের কাজ থেকে পাবেন

• ৫ লক্ষ পরিবারকে ২০ হাজার টাকা করে দিচ্ছি

• এর মধ্যে অনেক কষ্ট করেও ৬২৫০ কোটি টাকার বন্দোবস্ত করেছি

• আমরাও ১ হাজার কোটি টাকা আগেই দিয়েছি

• কেন্দ্রীয় সরকার বলেছিল, ১ হাজার কোটি টাকা দেবে

• তবে পুরনো জামাকাপড় দেবেন না, যা পারবেন দিন— বইখাতা, চিড়ে, গুড়, মুডি়, চাল ডাল যা পারেন দিন

• টাকার পাশাপাশি ত্রাণসামগ্রীও দিতে পারেন

• সূতরাং আপনারা কোনও তথ্য পেলে আমাদের দিতে পারেন

• সাংবাদিকদের বলছি, আপনারাও একটু আবেদন করবেন, যাতে আমরা সাহায্য পাই

• রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে ৬ কোটিই নানা ভাবে সমস্যায় পড়েছেন

• আমরা প্রায় ৬২৫০ কোটি টাকা ছাড়ছি, কারণ আপনারা সবাই জানেন, এ মাসের ২০ তারিখে ভয়ঙ্কর ঝড়ে কয়েক ঘণ্টার মধ্যে লন্ডভন্ড হয়ে গিয়েছে

• এই ক’মাসে সরকারের কোনও আয় নেই

• এ বার আসি আমপান নিয়ে

• শ্রমিকদের দোষ দিচ্ছি না, কিন্তু যে রাজ্যে ছিলেন তাঁরা চিকিৎসা করেননি কেন?

• ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

• বাইরে থেকে অনেকে করোনা নিয়ে এসেছেন

• স্কুলগুলি পরে স্যানিটাইজ করতে হবে, কারণ সেখানে ছাত্রছাত্রীরা পড়েন

• নেগেটিভ হলে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে

• সেখানে সাত দিন থাকার পর টেস্ট করা হবে

• বাইরে থেকে যাঁরা আসছেন, আমরা গ্রামে গ্রামে স্কুলগুলিতে কোয়রান্টিনের জন্য

• খাবার জিনিস হলে টিসু পেপার নিয়ে ভাল করে স্যানিটাইজ করুন

• হোম ডেলিভারিতে যে সব জিনিস আসছে, সেগুলি বাইরে বেশ কিছুক্ষণ রেখে দিন

• ৮ জুন থেকে অফিস খুলে যাচ্ছে, শ্রমিকরা কাজে যোগ দেবেন

• আমার মনে হয় কেন্দ্রও এই বিষয়টা ভাববে

• রেলে যদি হাজার হাজার লোক একসঙ্গে যাতায়াত করবে, তাহলে মন্দির, মসজিদ খুলতে পারে

• এখন মনে করবেন, পয়সাটা মূল উদ্দেশ্য নয়

• আমরা সব ধর্মকে ভালবাসি, সব সম্প্রদায়কে ভালবাসি

• কিন্তু জমায়েত করা যাবে না

• ১ জুন সকাল দশটা থেকে থেকে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা খোলা যাবে

• এটা ১ জুন থেকে চালু হবে, পরিষ্কার করার জন্য একটু সময় লাগবে

• কিন্তু বড় কোনও উৎসব এখনই হবে না

• একটু একটু খুলুক, আমাদের দেব-দেবীর পুজো হোক

• মন্দির-মসজিদে ঢুকতে গেলে স্যানিটাইজের ব্যবস্থা রাখবেন

• একসঙ্গে কোনও ভিড় হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

• ভিতরে কোনও অনুষ্ঠান বা জমায়েত করতে দেওয়া হবে না

• কিন্তু এক বারে ১০ জনের বেশি ভিতরে ঢুকতে দেওয়া হবে না

• কাল থেকে মন্দির, মসজিদ, গির্জা খোলা হবে

• শ্রমিক স্পেশাল কেন বেশি করে চালানো হচ্ছে না, কেন বগি বাড়ানো হচ্ছে না?

• যখন বড় কোনও তীর্থযাত্রা হয়, তখন যেমন অতিরিক্ত ট্রেন চালানো হয়

• শ্রমিক এক্সপ্রেসের নামে কি করোনা এক্সপ্রেস চালাচ্ছেন?

• আপনারা ট্রেনে তুলে দিচ্ছেন, ক্ষমতার থেকে দ্বিগুণ সংখ্যক যাত্রী

• সেখান থেকে যাঁরা আসছেন, তাঁদের কোনও পরীক্ষা হয়নি

• অনেকেই গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্য হটস্পট

• কিন্তু ট্রেনের মধ্যে একটা সিটে কেন ৩ জন বসানো হবে

• আমরা পরিযায়ী শ্রমিকদের আসার ভাড়া দিচ্ছি

• আজ হঠাৎ আসতে আসতে মনে হল, লকডাউনে সব থেমে গিয়েছে

• মসজিদে যাওয়া বন্ধ, গুরুদ্বারে যাওয়া বন্ধ, মন্দিরে যাওয়া বন্ধ

• বাসে অবশ্যই মাস্ক পরুন, বাসে ওঠার সময় স্যানিটাইজ করুন

• বাস মালিকদের অনুরোধ, যতগুলো সিট আছে, তত যাত্রী নিন

• বাসে কম লোক নিয়ে চালাতে হচ্ছে, তাতে সরকারের ক্ষতি হচ্ছে

• যেখানেই যাবেন, মাস্ক অবশ্যই পরবেন

• মাস্ক পরতে ভুলবেন না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE