Advertisement
০৪ মে ২০২৪
Double-Decker Bus

হুড খোলা দোতলা বাসে শহর ভ্রমণ 

শুরুতে রাজ্য পরিবহণ নিগমের অধীনে ওই বাস চালানোর পরিকল্পনা করা হলেও এখন তা চলবে পর্যটন দফতরের অধীনে।

শহরের রাস্তায় ফিরল ডাবল ডেকার বাস। মঙ্গলবার নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (খবর পৃঃ ৫) ছবি: দীপঙ্কর মজুমদার 

শহরের রাস্তায় ফিরল ডাবল ডেকার বাস। মঙ্গলবার নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (খবর পৃঃ ৫) ছবি: দীপঙ্কর মজুমদার 

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ০৪:১৩
Share: Save:

দেড় দশক আগের দোতলা বাস নতুন চেহারায় ফিরতে চলেছে কলকাতার পথে। পুজোর কলকাতায় হুড খোলা দোতলা বাস রাস্তায় নামাতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে দুটি হুড খোলা দোতলা বাসের উদ্বোধন করে ‘কলকাতা কানেক্ট-২০২০’ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় পর্যটকদের শহরের ঐতিহ্যবাহী স্থানগুলি ঘুরিয়ে দেখাবে দুটি বাস। সঙ্গে সরকারি পরিষেবায় গঙ্গাবক্ষে যাত্রীদের আতিথেয়তার ব্যবস্থাও থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, “হুডখোলা বাসগুলি সাধারণত লন্ডনে দেখা যায়। সেই বাসে লোকপ্রসার শিল্পীরা গান গাইবেন। বাসগুলি শহরের বিভিন্ন হেরিটেজ এলাকা ঘুরিয়ে দেখাবে। যাত্রীদের পছন্দ অনুযায়ী যাত্রাপথের পরিমার্জনও হতে পারে। চেনা শহরের অজানা ইতিবাস সম্পর্কে জানতে পারবেন মানুষ। বাস এবং হাউজ়বোট মিলিয়ে দু’ঘণ্টার সফর। প্রতিদিন দু’টি করে বাস চলবে।”

শুরুতে রাজ্য পরিবহণ নিগমের অধীনে ওই বাস চালানোর পরিকল্পনা করা হলেও এখন তা চলবে পর্যটন দফতরের অধীনে। লকডাউনের মাস কয়েক আগে জামশেদপুরে একটি সংস্থার থেকে ৮৫ লক্ষ টাকায় ওই বাস কেনা হয়।

আরও পড়ুন: ২০% কম টিউশন ফি, নির্দেশ দিল হাইকোর্ট

দুটি বাসের প্রথমটি চলবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা। দ্বিতীয়টি বেলা সাড়ে এগারোটা থেকে আড়াইটে পর্যন্ত চলবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেন্ট জন চার্চ, জিপিও, ওল্ড কারেন্সি বিল্ডিং, সেন্ট এন্ড্রুজ় চার্চ, বিবাদি বাগ, গ্রেট ইস্টার্ন হোটেল, কার্জন পার্ক, টাউন হল, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, নবান্ন, ন্যাশনাল লাইব্রেরির মতো জায়গা হুডখোলা দোতলা বাসে চড়ে ২৩ অক্টোবর থেকে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। রাজ্য পর্যটন নিগমের ওয়েবসাইটের মাধ্যমে ওই বাসে আসন সংরক্ষণ করা যাবে।

করোনা আবহে, অন্যান্য বছরের তুলনায় এ বার অনেকটাই কাটছাঁট করে পুজো পরিক্রমার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ নিগম। এ বার জেলার পুজো পরিক্রমাগুলি বাতিল করা হয়েছে। ‘উদ্বোধনী’ পরিক্রমাতে চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ ২০, ২১ ও ২২ অক্টোবর শহরের ১২-১৩টি পুজো ঘুরিয়ে দেখানো হবে ইচ্ছুক দর্শনার্থীদের। উত্তর এবং দক্ষিণ কলকাতার পুজো দেখানোর জন্য যথাক্রমে ‘উত্তরা’ ও ‘দক্ষিণী’ নামে দুটি পরিক্রমার আয়োজন করা হয়েছে। আগামী ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর, অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমীতে ওই পরিক্রমা চলবে।

আরও পড়ুন: মণ্ডপের কাছে নয়, অনুষ্ঠান হতে পারে প্রেক্ষাগৃহে: মুখ্যমন্ত্রী

অন্যান্য বছর যাত্রী এবং বাসের সংখ্যা বেশি থাকলেও, এ বছর উদ্বোধনীতে থাকবে তিনটি বাস। যাত্রিপিছু খরচ ২২০০ টাকা। পর্যটন উন্নয়ন নিগমের অফিস অথবা ওয়েবসাইট থেকে আসন সংরক্ষণ করা যাবে। করোনা পরিস্থিতির কারণে সকাল ৯টায় পরিক্রমা শুরু হয়ে বিকেল সাড়ে ৩ টের মধ্যে তা সম্পূর্ণ করা হবে। বাসপিছু ১৫-১৬ জন যাত্রী নেওয়া হবে। যাত্রীদের জন্য প্যাকেটবন্দী সকাল এবং দুপুরের খাবার থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE