Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Nirupam Sen

রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন প্রয়াত

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। সোমবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার বর্ধমান তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

থমকে গেল বাম জমানার একটি অধ্যায়। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। ফাইল চিত্র।

থমকে গেল বাম জমানার একটি অধ্যায়। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৮:০০
Share: Save:

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। সোমবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার বর্ধমান তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

২০০১ থেকে ২০১১ পর্যন্ত বাম জমানায় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন। ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্যও। ২০১৩ সালে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। সেই থেকেই তিনি অসুস্থ।

সপ্তাহ খানেক আগে বুকে সংক্রমণজনিত অসুস্থতার কারণে নিরুপম সেনকে ভর্তি করা হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। মাঝে তাঁর অবস্থা একটু স্থিতিশীল হলেও পরে ফের গুরুতর হন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। তখনই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটও কলকাতায় এসে নিরুপমবাবুকে দেখে যান।

আরও পড়ুন: ঘরে ঘুমাচ্ছেন সুন্দরাইয়া, বারান্দায় শুয়ে থাকতেন স্বেচ্ছাসেবক নিরুপম

আরও পড়ুন: মোদীর প্রশিক্ষণ নিয়ে আসা আমলাদের ‘পোস্টিং’ শিকেয় এ রাজ্যে

আরও পড়ুন: রাহুলের মন বুঝতে ভার ইয়েচুরিকেই

দলীয় সূত্রে খবর, সোমবার হাসপাতাল থেকে প্রথমে মরদেহ নিরুপমবাবুর সল্টলেকের বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে আজ এবং আগামী কাল রাখা হবে পিস হাভেনে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। বুধবার সিটু এবং সিপিএমের সদর দফতর ঘুরে বর্ধমানে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানেই হবে শেষকৃত্য।

বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যের অন্যতম সতীর্থ ছিলেন তত্‍‌কালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ সে সময় সিঙ্গুর ও শিল্পায়ণ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কে সরকার পক্ষের অন্যতম কাণ্ডারি ছিলেন নিরুপম সেন।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE