Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ranaghat

আমরা সবাই নাগরিক, বার্তা মতুয়াদের, সিএএ নিয়ে বিজেপিকে তোপ মমতার

সোমবার রানাঘাট মহকুমার হাবিবপুরের ছাতিমতলায় সভা মমতার। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

রানাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়।

রানাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১২:২৩
Share: Save:

সোমবার নদিয়ায় জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন রানাঘাট মহকুমার হাবিবপুরের ছাতিমতলায় সভা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ওই সভা থেকে বাম আমলের কথা তুলে ধরে সিপিএমকে আক্রমণ করেন মমতা।


রানাঘাটের সভায় কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

• আগে কাজ হত না, রাজনীতি হত। আজকের প্রজন্ম জানে না লোডশেডিং কী, বামেদের নিশানা করলেন মমতা

• আমরা বলতাম, সিপিএমের কোলে, লোডশেডিং দোলে। কিন্তু এখন আর লোডশেডিং নেই।

• আগে চিকিৎসা পরিষেবা তেমন ছিল না। হাসপাতালে অপারেশন হত না, অভিযোগ মমতার

• ১ লক্ষ ছেলেমেয়েদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়েছে। আরও ২০ লক্ষকে এই জানুয়ারি মাসে দেওয়া হবে। দাবি মুখ্যমন্ত্রীর

• আমি ট্যাব কিনে দিতাম। কিন্তু ১২ লক্ষ ট্যাব বাজারে পাওয়া যাচ্ছে না। বললেন মমতা।

• ইসকনকে ৭০০ একর জমি দিয়েছি। বললেন মমতা।

• বিজেপি হল ওয়াশিং মেশিন। তৃণমূলে থাকলে সবাই কালো। আর বিজেপিতে গেলেই সকলে ভাল। তোপ মমতার।

• ৫০-৬০ বছর ধরে থাকলে এমনিই নাগরিক হয়ে যাবেন। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের বার্তা মমতার।

• কেউ জানেন হরিয়ানায় কী চলছে? কৃষকদের উপর জুলুম চলছে। মোদী সরকারকে নিশানা মমতার।

• কিসের আয়ুষ্মান? ওরা ৬০ টাকা দেবে ৪০ টাকা আপনাকে দিতে হবে। আর স্বাস্থ্যসাথীতে ১০০ টাকায় সরকার দেবে। স্বাস্থ্যসাথী আমার সাথী, আমি নিজেও সদস্য হয়েছি। ওই কার্ডটার দাম ৫ লক্ষ টাকা। কেন্দ্রকে তোপ তৃণমূলনেত্রীর।

• অনেক বড় বড় হাসপাতাল আছে কখনও কখনও বলে দেয় আমরা স্বাস্থ্যসাথী করব না। আমরা তাঁদের সঙ্গে মিটিং করে বলে দিতে চাই করতেই হবে। বললেন মমতা।

• আমরা জেলার ছোট ছোট নার্সিংহোমকে বলছি স্বাস্থ্যসাথী নিতে। যদি কেউ চিকিৎসা না দেয় সরকারের হাতে লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে। দাবি মমতার।

• স্বাস্থ্যসাথীর নামে কেউ হয়রানি করলে থানায় গিয়ে ডায়েরি করবেন, এফআইআর করবেন। বললেন মমতা।

• দেশভাগের পর থেকে উদ্বাস্তুরা এসেছেন, এতদিন তাঁদের কথা কেউ চিন্তায় করেনি। বললেন মমতা।

• উদ্বাস্তুরা যে যেখানে যেমনভাবে আছেন, সে সেখানে তেমন ভাবেই পাট্টা পাবেন। ৯৬টি কলোনি পাট্টা পেয়ে গিয়েছে। ২১৩টি রিফিউজি কলোনি ১.৫ লক্ষ পরিবারকে পাট্টা দেওয়া হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বললেন মমতা। উদ্বাস্তুরা যে যেখানে যেমনভাবে আছেন, সে সেখানে তেমন ভাবেই পাট্টা পাবেন। ৯৬টি কলোনি পাট্টা পেয়ে গিয়েছে। ২১৩টি রিফিউজি কলোনি ১.৫ লক্ষ পরিবারকে পাট্টা দেওয়া হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বার্তা মমতার।

• বিনা পয়সায় চাল, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা। পৃথিবীতে এরকম একটা রাজ্য দেখান তো। দেখালে আমি নাকে খত দিয়ে বেরিয়ে চলে যাব। রাজনীতি করব না। বললেন মমতা।

• আমি চাই বাংলায় একটাও উদ্বাস্তু পরিবার থাকবে না, পাট্টা পাবে না। ঘোষণা মমতার

• আমরা সবাই নাগরিক। বিজেপি সরকার একটা বিল করেছে। বলছে, আমরা মায়ের জন্ম কবে বলতে হবে। আমার ঠাকুরদাদার জন্ম কবে বলতে হবে। আপনি যদি তা না বলতে পারেন, তা হলে আপনি এ দেশের নাগরিক নন। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। যারা এসব বলছে, নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে তাঁদের আমরা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। সিএএ নিয়ে তোপ মমতার।

• আমিও অনেক সময় গরিব মানুষের বাড়িতে যাই, কখনও চায়ের দোকানে যাই, খাবার দোকানে যাই। কিন্তু নাটক করি না। যে অবস্থায় আছি, সেই অবস্থায় যাই। ধুলো অবস্থায় যাই। আর এঁরা সেজেগুজে ফাইভ স্টারের খাবার নিয়ে প্রাইভেট প্লেনে করে এসে মিনারেল ওয়াটার খায়। বিজেপির ‘ভোজন’ রাজনীতি নিয়ে তোপ মমতার।

• আমি যে জল খেলাম। সেটা ‘প্রাণধারা’। এটা আপনাদের এখানেই হয়। এটার দাম ৬ টাকা। এটা যে কেউ খেতে পারেন। আর একটা ‘হিমালয়’-এর বোতলের দাম কত? দেখবেন খাচ্ছে, পাশে জলের বোতল রাখা আছে। এত সহজ! জিন্দেগি এত সহজ নয় রে ভাই! জিন্দেগী কামিয়াবি করার জন্য পথের ধুলোয় নামতে হয়। বিজেপিকে তোপ মমতার।

• রাস্তার ধুলো তোমাদের গায়ে লাগে না। তোমরা মানুষ খুন করে কালিমালিপ্ত হও। তোমরা মানুষকে ভালোবাস না। আর মিথ্যে কথা বলো। মিথ্যে কথার অমাবস্যা। তীব্র আক্রমণ মমতার।

• ওরা ২ কোটি লোকের চাকরি দেবে বলেছিল। তার বদলে ৪০% লোক বেকার হয়ে গিয়েছে। রেল, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, ব্যাঙ্ক বিক্রি করে দিয়েছে। আপনার টাকা আপনি পাবেন কিনা জানেন না। কর্মসংস্থান নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার।

• পুরো ভারতবর্ষ ভেঙে পড়েছে। একবার করল নোট বন্দি, আরেক বার কোভিডে আমরা হলাম গৃহবন্দি, এর পর করবে জেলবন্দি। তারপর ভারতবর্ষটাকেই বন্দি করে রেখে দেবে। সুর চড়ালেন মমতা।

• ট্রাম্প হেরে গিয়েই বলছে, আমি জিতেছি। ওরা তাই হেরে গিয়েই বলবে হাম জিতা হ্যায়। কোনও পার্থক্য নেই। একই জিনিস, কয়েনের এপিঠ-ওপিঠ। ট্রাম্পের সঙ্গে মোদীকে একাসনে বসিয়ে আক্রমণ মমতার।

• উদ্বাস্তু কলোনিতে শুধু জমির দলিল দেওয়া নয়। আমরা তাঁদের ওখানে রাস্তাঘাট, জল, নিকাশির মতো পরিকাঠামো উন্নয়ন আস্তে আস্তে দেব। আশ্বাস মমতার।

• বাংলায় যা শিল্প তৈরি হচ্ছে। তাতে আগামিদিন বাংলায় লক্ষ লক্ষ কাজ তৈরি হবে। কারও বাইরে যাওয়ার প্রয়োজন নেই। সেই কাজগুলো শুরু হয়ে গিয়েছে। করতে ২-৩ বছর সময় লাগবে। আশ্বাস মমতার।

• আমরা ৩০০ ট্রেনে করে ৩০ কোটি খরচ করে পরিযায়ী শ্রমিকদের বাংলায় নিয়ে এসেছিলাম। কেন্দ্র এক টাকাও দেয়নি। মোদী সরকারকে তোপ মমতার।

• টাকা দিলে নিয়ে নেবেন। একদম হজম করে দেবেন। ওটা জনগণের টাকা। ওদের টাকা নয়। খেয়ে নেবেন একদম। কার টাকা কাকে দিচ্ছে। মাছের তেলে মাছ ভাজা। আগে খেতে পেত না। আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোপ মমতার।

• বাংলায় কিছু বাকি আছে সোনার বাংলা তৈরি করতে? সোনার বাংলা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এই বাংলাটা এখন বিশ্ব বাংলা হচ্ছে। বিজেপির ‘সোনার বাংলা’ গড়ার দাবি নিয়ে তোপ মমতার।

• এই বিজেপি থাকলে ছিয়াত্তরের মন্বন্তর দেখা যাবে। মানুষ খেতে পাবে না। অভিযোগ মমতার।

• এই যে কয়েকজন গিয়েছে। কেন গেছে বলুন তো? অনেক টাকা করেছে। কাউকে ইডির, সিবিআইয়ের ভয় দেখিয়েছে। এইসব ভয় দেখিয়ে বলেছে, যদি টাকা রাখতে চাও, তাহলে বিজেপিতে যাও। যদি কালো টাকা সাদা করতে চাও, তবে বিজেপিতে যাও। বিজেপি ‘জাঙ্ক পার্টি’ হয়ে গিয়েছে। ডাস্টবিনের মধ্যে সব ফেলে দিচ্ছে। আর সেই ডাস্টবিন থেকে বিজেপি করলে সাত গুণ মাপ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ। দলত্যাগ নিয়ে ব্যাখ্যা মমতার।

• এখন সবাই বলছে বিজেপি ওয়াশিং মেশিন। কালো হলেও বিজেপি। দলটা ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে। তোপ মমতার।

• বিজেপি আসবে কোথা থেকে? তফসিলি, আদিবাসি, মতুয়া, নমশুদ্র, সংখ্যালঘুরা ভোট দেবে? দেবে না। অনেক ঠকিয়েছে। তোপ মমতার।

• ওরা আমাকে পছন্দ করে না। কারণ ওরা জানে, আমি নিজেকে বিক্রি করি না। আর এটাও ওরা জানে, আমি মরে যাব, কিন্তু বাংলাকে বিক্রি করতে দেবো না। হুঙ্কার মমতার।

তৃণমূলের কাছে দু’টি কারণে গুরুত্বপূর্ণ নদিয়া জেলা। প্রথমত, দলের ভিতরে ‘আদি-নব্য’ দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচনে পূর্ণশক্তি নিয়ে ঝাঁপানো তৃণমূলের প্রাথমিক লক্ষ্য। দ্বিতীয়ত, সেই সঙ্গে জেলা জুড়ে থাকা মতুয়া সম্প্রদায়ের মন আরও বেশি করে পাওয়ার চেষ্টাও রয়েছে।

সেই মতুয়া-গড় রানাঘাটেই সোমবার সভা মমতার। গত লোকসভা ভোটের নিরিখে রানাঘাট কেন্দ্রের মধ্যে থাকা ৬টি বিধানসভাতেই এগিয়ে বিজেপি। গেরুয়া শিবিরের ‘দুর্গে’ দাঁড়িয়ে তৃণমূল নেত্রী কী বার্তা দেন সে দিকে তাকিয়ে দলীয় কর্মী, সমর্থকরা। পাশাপাশি মমতার বার্তার দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক কারবারিরাও।

আরও পড়ুন কয়লা পাচার-কাণ্ডে রাজ্য জুড়ে তল্লাশি ইডির, দুবাই যোগ আরও স্পষ্ট

আরও পড়ুন ভোটরেল! মোদীর নির্দেশ কলকাতার বিভিন্ন মেট্রো প্রকল্প নিয়ে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ranaghat Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE