Advertisement
২৬ এপ্রিল ২০২৪
State news

দলের বক্তব্য বলার জন্য বিভিন্ন নেতার সাপ্তাহিক ‘রস্টার’ বেঁধে দিল তৃণমূল

এই ভাবে সময় বেঁধে দায়িত্ব ভাগ করে দিয়ে দলে শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা আরও বেশি করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের নেতাদের একাংশের জন্য নতুন ‘রস্টার’ তৈরি করে দিল তৃণমূল। ফাইল চিত্র।

দলের নেতাদের একাংশের জন্য নতুন ‘রস্টার’ তৈরি করে দিল তৃণমূল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৩:১৮
Share: Save:

বিধানসভা ভোটের আগে বিভিন্ন বিষয়ে দলের বক্তব্য জানানোর জন্য দলের নেতাদের একাংশের জন্য নতুন ‘রস্টার’ তৈরি করে দিল তৃণমূল। সেখানে বলা হয়েছে, বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত তৃণমূল ভবনের মিডিয়া সেন্টারে ওই নেতারা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সংবাদমাধ্যমকে তাঁদের বক্তব্য জানাবেন। বাকি সময় তাঁরা চাইলে বাড়ি বা অন্যত্র থেকে বাংলা, ইংরেজি বা হিন্দিতে তাঁদের বক্তব্য জানাতে পারবেন।

তৃণমূলের একাংশের মতে, এই ভাবে সময় বেঁধে দায়িত্ব ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে দলে শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা আরও বেশি করে দিতে চাইছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলবেন, তা আগেই নির্দিষ্ট করে নিয়ে সেই মুখপাত্রদের নাম জানিয়ে দিয়েছিল তৃণমূল। এ বার সেই নামগুলির মধ্যে কয়েকজনের নাম আরও নির্দিষ্ট করে বেছে নিয়ে তাঁদের জন্য এই সাপ্তাহিক ‘রস্টার’ তৈরি করে দেওয়া হল। দলীয় নেতৃত্বের অনুমান, আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই তালিকাই বহাল থাকবে। তবে একইসঙ্গে তাঁরা জানাচ্ছেন, দলনেত্রী মনে করলে এর মধ্যে প্রয়োজনীয় রদবদলও করতে পারেন।

‘রস্টার ডিউটি’ থাকবে সপ্তাহের ৬দিন। রবিবার ছুটি। সোমবার এবং শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। আবার বৃহস্পতি এবং শনিবার কথা বলবেন বিশ্বজিৎ দেব। এ ছাড়া মঙ্গলবার মন্ত্রী শশী পাঁজা, বুধবার ওমপ্রকাশ মিশ্র, বৃহস্পতিবার নির্বেদ রায় এবং শনিবারের জন্য নাদিমুল হকের নাম রয়েছে ‘রস্টারে’। বৃহস্পতিবার এবং শনিবারের জন্য ‘রস্টারে’ ২ জন করে নেতার নাম রয়েছে। বাকি ৪দিন একজন করেই ওই দায়িত্ব সামলাবেন। তা ছাড়াও, সপ্তাহের ‘যে কোনও একটি দিন’ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল সূত্রের খবর, সেইদিনটি ঠিক হবে সংশ্লিষ্ট দিনের ঘটনা এবং তালিকাভুক্ত নির্দিষ্ট কারও অনুপস্থিতির ভিত্তিতে। ‘রস্টারে’ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের রাখা হয়েছে। রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি, বিদেশনীতি, আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন বিষয়কে মাথায় রেখেই ওই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলে তৃণমূল ভবন সূত্রের বক্তব্য।

আরও পড়ুন:

এখনও উদাসীন! গাঁধীদের টার্গেট করে প্রকাশ্যে আবার বিস্ফোরক সিব্বল

শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় আলাদা দল গঠন করলেন ‘দাদার অনুগামীরা’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE