Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Amit Shah

টাকে চুল গজালেও রাজ্যে বিজেপি নয়, অমিতকে আক্রমণে চড়া সুর কল্যাণের

অমিতের সফর ও মন্তব্য নিয়ে এ দিন কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলও।

কল্যাণ, অমিত, অনুব্রত। ফাইল চিত্র।

কল্যাণ, অমিত, অনুব্রত। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হুগলি ও বীরভূম শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ২০:৫৮
Share: Save:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য ঘিরে সরব তৃণমূল কংগ্রেস। আগেই রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনাকে ‘দিবাস্বপ্ন’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এ বার আরও কড়া ভাষায় আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

বৃহস্পতিবার বাঁকুড়ায় অমিত বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বিজেপি।’’ এই প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘‘মমতার মৃত্যুঘণ্টা বাজানোর আগে নিজেদের মৃত্যুঘণ্টা না বেজে যায়।’’ এখানেই না থেমে চুঁচুড়ায় সংবাদমাধ্যমের কাছে কল্যাণের মন্তব্য, ‘‘অমিত শাহর টাকে চুল গজালেও গজাতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে কখনও বিজেপির মুখ্যমন্ত্রী হবে না। বাঁকুড়া এবং হুগলির ৩০টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন।’’

অমিতের সফর ও মন্তব্য নিয়ে এ দিন কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলও। তিনি বোলপুর শহরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, ‘‘উনি তো দিল্লি থেকে উড়ে এসেছেন। পুজোর সময় অনেকে আসেন উনিও এসেছেন। কালীঘাট, দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছেন। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, বাইরে থেকে আসেননি মমতা। নিজের মাটিতে দাঁড়িয়ে আছেন।’’ এ দিন অমিত রাজ্য সরকারের নিন্দা করে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন। উনি ভয় পেয়েছেন বলেই বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছেন না।’’ রাজ্যে আদিবাসী মানুষেরা বঞ্চিত বলেও মন্তব্য করেন অমিত। এ নিয়ে অনুব্রত বলেন, ‘‘ও পাগলের মতো কথা বলে। নিজে কিছু জানে না। আমাকেই বলুক, আমি ৫০-৬০ হাজার আদিবাসী এনে দেখাতে পারবো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit shah BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE