Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

বিশ্বভারতীর শতবর্ষে ‘বিশ্বসাথে’ যোগের কথা স্মরণ করে টুইট মমতার

কিছু দিনের মধ্যেই বোলপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৮ ডিসেম্বর তাঁর পৌঁছনোর কথা। তার আগেই বিশ্বভারতীর শতবর্ষ নিয়ে বিশেষ মন্তব্য মমতার।

গ্রাফিক: তিয়াসা দাস

গ্রাফিক: তিয়াসা দাস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও শান্তিনিকেতন শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১২:১৮
Share: Save:

বিশ্বভারতীর শতবর্ষে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে ২৪ ডিসেম্বর সকাল সকাল বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে লিখেছেন, ‘‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’’। বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও দর্শনকে সংরক্ষণ করার কথাও।

কবির ১৯১০ সালে লেখা পূজা পর্যায়ের গানটি উদ্ধৃত করার পাশাপাশি মমতা লিখেছেন, ‘১০০ বছর হল বিশ্বভারতীর। আদর্শ মানুষ তৈরির পথে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় এক গবেষণার ফসল এই শিক্ষার মন্দির। আমাদের উচিত এই মহান দার্শনিকের চিন্তা ও দর্শনকে সংরক্ষণ করা’।

কয়েকদিন আগেই বিশ্বভারতী ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। শান্তিনিকেতন সে দিন ছিল সমস্ত স্পটলাইটে। তারপর পৌষ মেলা বাতিল হলেও শুরু হয়েছে পৌষ উৎসব। তার মধ্যেই বিশ্বভারতীর ১০০ বছরের শুরু। এই শতবর্ষপূর্তির অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবেশে উপস্থিত রয়েছেন রাজ্যপাল জগদীর ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

কিছু দিনের মধ্যেই বোলপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৮ ডিসেম্বর তাঁর বোলপুরে পৌঁছনোর কথা। সৌজন্য সাক্ষাতের কথা বলে বিশ্বভারতীর উপাচার্য চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সেই আবেদন রাখবেন কি না মমতা, তা এখনও স্পষ্ট নয়। তাঁর না থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ভার্চুয়ালি থাকার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনও রাখেননি মমতা।

তবে টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন সারলেন তিনি। আন্তর্জাতিকতাবাদ ও প্রকৃতির সঙ্গে যোগের যে মোহময় আদর্শের কথা রবীন্দ্রনাথ তাঁর লেখায় তুলে ধরেছিলেন, তাতে সংকীর্ণতা ছিল না। টুইটে সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন মমতা।

আরও পড়ুন: সংক্রমণ ক্ষমতা আরও বেশি, ফের নয়া স্ট্রেনের খোঁজ মিলল ব্রিটেনে

আরও পড়ুন: ঘাটকাজ-ফেরত দুর্ঘটনা, মঞ্জু ভাবেননি বেঁচে ফিরতে পারবেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Viswabharati Rabindranath Tagore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE