ভয়ের সিনেমা দেখতে চান? অথচ তার মধ্যে থাকতে হবে নির্মল হাস্যরস এবং দুর্দান্ত রোম্যান্স। এর জন্য ‘সিনেমাপাগল’ বন্ধুর সাহায্য নেওয়ার কোনও প্রয়োজন নেই। কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) করে দিচ্ছে মুশকিল আসান। তা-ও আবার ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর সঙ্গে হাত মিলিয়ে। কী ভাবে? জেনে নিন এই প্রতিবেদনে।
টেক বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সম্প্রতি ‘নেটফ্লিক্স’ তাদের প্ল্যাটফর্মে চ্যাটজিপিটির একটি এআই বটকে সংযুক্ত করেছে। ফলে গ্রাহকদের পক্ষে পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ় খুঁজে পাওয়া আরও বেশি সহজ হয়ে গিয়েছে। তাঁরা ওই কৃত্রিম মেধাকে সরাসরি রোম্যান্স ও কোমল হাস্যরসের ভয়ের সিনেমা খুঁজে দেওয়ার নির্দেশ দিতে পারবেন। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ছায়াছবিগুলির তালিকা মোবাইল ফোনের স্ক্রিনে হাজির করবে চ্যাটজিপিটির এআই বট।
এত দিন ‘নেটফ্লিক্স’-এ শুধুমাত্র কিওয়ার্ড-ভিত্তিক সার্চ করার সুযোগ ছিল। অর্থাৎ, কেউ ‘হরর’ টাইপ করলে, কী কী ভয়ের সিনেমা রয়েছে, সেগুলির তালিকা জানতে পারতেন তিনি। কিন্তু চ্যাটজিপিটির এআই বটকে সংযুক্ত করার পর অনুভূতি-ভিত্তিক সার্চের সুবিধা দিচ্ছে ‘নেটফ্লিক্স’। ফলে রোম্যান্স বা কোমল হাস্যরসের ছায়াছবিগুলির নাম দ্রুত জেনে নেওয়া সহজ হচ্ছে।
তবে ‘নেটফ্লিক্স’-এর এই ফিচারটির ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। চ্যাটজিপিটির ওই এআই বট শুধুমাত্র আইওএস অপারেটিং সিস্টেম চালু রয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন। অ্যান্ড্রয়েড ফোনে এখনও এটি চালু হয়নি। টেক বিশ্লেষকেরা অবশ্য মনে করেন খুব দ্রুত অন্যান্য অপারেটিং সিস্টেমেও সংশ্লিষ্ট পদ্ধতিটি চালু হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই এটি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।