স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায়ই একটি সমস্যায় ভোগেন। তা হল, ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা। নানা কারণে এটি হতে পারে। দীর্ঘ সময় ধরে ভিডিয়ো গেম খেললে কিংবা অনেক সময় নিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুললে ফোন গরম হতে পারে। এ ছাড়া সোশ্যাল মিডিয়া সার্ফিংয়ের সময়েও ফোন গরম হওয়ার উদাহরণ রয়েছে ভূরি ভূরি। এ হেন গরম ফোনকে ঠান্ডা করার একাধিক উপায় রয়েছে। আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।
টেক বিশেষজ্ঞদের কথায়, ফোন গরম হলে প্রথমেই ডিভাইসটিতে চলা যাবতীয় অ্যাপ্লিকেশনগুলিকে একসঙ্গে বন্ধ করে দিতে হবে। কারণ, অধিকাংশ সময় দেখা গিয়েছে কোনও একটা অ্যাপ্লিকেশন চলার জন্য বেশি মাত্রায় শক্তির প্রয়োজন হচ্ছে। তখন সেটি ব্যাটারি থেকে বেশি পরিমাণ বিদ্যুৎশক্তি টানতে শুরু করে। এর জেরে দ্রুত গরম হতে থাকে ফোন।
কোন অ্যাপ্লিকেশনের জন্য এটা হচ্ছে, স্মার্টফোন ব্যবহারকারীদের পক্ষে তা খুঁজে বার করা বেশ কঠিন। সেই কারণে, সমস্ত অ্যাপ্লিকেশনগুলি একসঙ্গে বন্ধ করে দেওয়াই ভাল। দ্বিতীয়ত, ফোন গরম হলে ব্যাককভার দ্রুত খুলে ফেলার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞেরা। তাঁরা ফোনটিকে ‘ডার্ক মোডে’ নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন। তবে সবচেয়ে ভাল হয় কিছু ক্ষণের জন্য ডিসপ্লে বন্ধ রেখে ফোনটিকে পুরোপুরি বিশ্রাম দেওয়া গেলে। কারণ, ডিসপ্লের জন্য সর্বাধিক শক্তির প্রয়োজন হয়।
স্মার্টফোন ব্যবহারকারীদের সব সময়ের জন্য ‘ব্যাটারি সেভার’ মোডটি অন রাখার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞেরা। তাঁদের যুক্তি, এই মোডটি ফোনের প্রসেসরকে আন্ডার পাওয়ার করতে সক্ষম। কারণ দৈনন্দিন কাজের জন্য প্রসেসরের পুরো শক্তির প্রয়োজন হয় না। অল্প ব্যাটারি খরচেই দিব্যি কাজ চালিয়ে যেতে পারে সংশ্লিষ্ট ফোনের প্রসেসর। অর্থাৎ, অতিরিক্ত শক্তি সরবরাহ আটকে ব্যাটারি গরম হতে দেয় না স্মার্টফোনের ব্যাটারি সেভার মোড।
তবে গ্রাহকের ফোনের ব্যাটারি যদি পুরনো হয়ে গিয়ে থাকে বা তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়ে থাকে, তা হলে এগুলির কোনওটাই কাজে লাগবে না। তখন সার্ভিস সেন্টারে গিয়ে পাল্টাতে হবে ব্যাটারি। এ ব্যাপারে কোনও রকম ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা।