Advertisement
E-Paper

মধুচন্দ্রিমায় বিদেশ যাবেন? ভারতের পড়শি দেশগুলির সৌন্দর্যও কম নয়, এমন তিন ঠিকানা জেনে নিন

মধুচন্দ্রিমায় অনেকেই চান আন্তর্জাতিক ট্যুর করতে। যাওয় যায় বিশ্বের যে কোনও দেশেই। তবে ভারতের পড়শি দেশের সৌন্দর্যও কিন্তু কম নয়। এমন কোথাও গেলে, কী ভাবে ঘুরবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১১:০৬
মধুচন্দ্রিমায় বিদেশ ভ্রমণ! ভারতের কাছের কোন দেশে যেতে পারেন?

মধুচন্দ্রিমায় বিদেশ ভ্রমণ! ভারতের কাছের কোন দেশে যেতে পারেন? ছবি: সংগৃহীত।

বিয়ের মতো মধুচন্দ্রিমা নিয়েও নব্যবিবাহিতদের স্বপ্ন কম থাকে না। একে-অপরকে চিনে নেওয়ার সময়টা যদি কোনও সুন্দর স্থানে কাটানো যায়, তার চেয়ে ভাল আর কী হতে পারে?

এ ক্ষেত্রে কারও স্বপ্ন যেমন দেশের মাটিতেই কোনও সুন্দর জায়গায় সঙ্গীর সঙ্গে একান্ত যাপনের, তেমনই কেউ কেউ চান বিদেশে ভ্রমণ করতে। গ্রিস, সুইৎজ়ারল্যান্ড, ইটালি— সুন্দর পর্যটন স্থানের অভাব নেই মোটেই। তবে যদি পকেটে একটু কম চাপ ফেলে মাত্র দিন পাঁচেকে বিদেশ ভ্রমণ করতে চান, তা হলে বেছে নিতে পারেন ভুটান, শ্রীলঙ্কার মতো দেশও। রাখতে পারেন আর কোন জায়গা?

শ্রীলঙ্কা

ছবির মতো সুন্দর ক্যান্ডি শহর।

ছবির মতো সুন্দর ক্যান্ডি শহর। ছবি: সংগৃহীত।

এই দেশে ৩০ দিনের জন্য গেলে এখন আর ভিসার জন্য অর্থের প্রয়োজন হবে না ভারতীয়দের। তবে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজ়েশন বা ইটিএ-এর মাধ্যমে আগাম ভিসার জন্য আবেদন করতে হবে। চেন্নাই, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু— ভারতের একাধিক বিমানবন্দর থেকে কলম্বো যাওয়ার উড়ান মিলবে। শ্রীলঙ্কায় সুন্দর সৈকত, হ্রদ, পাহাড়— এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে। তবে দিন পাঁচ-সাতেকের দন্য ভ্রমণসূচি সাজালে অবশ্যই ক্যান্ডি জুড়তে পারেন। কলম্বো থেকে ক্যান্ডি যেতে পারেন। বাস, ট্রেন, গাড়ি, সবই মিলবে। ক্যান্ডি ছবির মতো সাজানো পর্যটনকেন্দ্র। অন্তত ২ দিন রাখুন এই শহর ভ্রমণের জন্য। টেম্পল অফ দ্য টুথ নামে বৌদ্ধ তীর্থস্থানটি ঘুরে নিতে পারেন। এ ছাড়া দেখার জন্য রয়েছে ক্যান্ডি লেক। পাহাড়ি শহর ক্যান্ডির শোভা বাড়িয়েছে চা-বাগিচা।

ক্যান্ডিতে দিন দুয়েক কাটিয়ে চলে যেতে পারেন নুয়ারা এলিয়া। এখানে আবহাওয়া অত্যন্ত মনোরম। প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানকে জনপ্রিয় করে তুলেছে। এখানে রয়েছে গ্রেগরি লেক, গলফ ক্লাব, ঝর্না। নুয়ারা এলিয়ায় এক রাত থেকে ঘুরে, পরের দিন সকালে ট্রেনে যেতে পারেন এলা। অন্যতম সুন্দর ট্রেনযাত্রার সাক্ষী হওয়া যাবে এই পথে। সম্ভব হলে তালিকায় রাখতে পারেন বেনটোটা। এখানকার সৈকত এবং মাদু নদীতে ভ্রমণ মধুচন্দ্রিমার স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে।

ভুটান

নদীর ধারে পুনাখা জং।

নদীর ধারে পুনাখা জং। ছবি: সংগৃহীত।

পড়শি দেশ ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যও কম নয়। এখানে যেতে হলে ভিসার ঝামেলা নেই। তবে নতুন নিয়ম অনুযায়ী গাইড খরচ অত্যাবশ্যক। হাসিমারা থেকে জয়গাঁ হয়ে ভুটান যাওয়া যায়। ফুন্টসোলিং থেকেই চাক্ষুষ করা যায় এ দেশের নিজস্ব স্থাপত্যশৈলী, পোশাক, মানুষজন। ভুটান খুব সুন্দর একটি দেশে। রাজতন্ত্র রয়েছে এই দেশে। তাই হোটেল থেকে দোকান-পাটে রাজা-রানির ছবি। পুনাখা, পারো, থিম্ফু— প্রতিটি জায়গাতেই রয়েছে অনুপম সৌন্দর্য। এখানকার হস্তশিল্পও চোখে পড়ার মতো। ঘুরে নিতে পারেন থিম্পু শহর, পারো, পুনাখা জং, চেলেলা পাস-সহ বিভিন্ন স্থান। ৫-৭ দিনে ভুটান ভ্রমণ সম্ভব।

মলদ্বীপ

মধুচন্দ্রিমায় গেলে থাকার জন্য বেছে নিতে পারেন এমন কোনও ওয়াটার ভিলা।

মধুচন্দ্রিমায় গেলে থাকার জন্য বেছে নিতে পারেন এমন কোনও ওয়াটার ভিলা। ছবি:সংগৃহীত।

মলদ্বীপ যাওয়ার জন্য ভারতীয়দের ভিসা খরচ হয় না। ভিসা অন-অ্যারাইভাল, অর্থাৎ অনলাইনে আগে আবেদন করে সে দেশে পৌঁছলেই ভিসা মিলবে। মলদ্বীপের সৌন্দর্য এখানকার সমুদ্রের জলের বর্ণে। কোথাও তা হালকা আকাশি, কোথাও ঘন নীল। সাগর, বালুতট, বিলাসবহুল ওয়াটার ভিলা, সমুদ্রে ভেসে ওঠা বালুচর (স্যান্ডব্যাঙ্ক), প্রবাল— সব মিলিয়েই এই স্থানের সৌন্দর্য। ওয়াটার স্পোর্টসে আগ্রহ থাকলে, এই স্থান অবশ্যই বেছে নিতে পারেন। মলদ্বীপে ঘুরে ঘুরে দেখার স্থান কম, বরং এই জায়গা নিরালা, নিভৃতে প্রিয় মানুষটির সঙ্গে কাটানোর জন্য। এ দেশে দু’ধরনের দ্বীপ আছ, পাবলিক আইল্যান্ড এবং প্রাইভেট আইল্যান্ড। ওয়াটার ভিলায় থাকতে হলে প্রাইভেট আইল্যান্ডই বেছে নিতে হবে। পাবলিক আইল্যান্ডে এখানকার স্থানীয় বাসিন্দারাও থাকেন। এখানে হোটেল, রিসর্ট, বিচ ভিলা আছে। হলহুমালে, মাফুসি— জনপ্রিয় পাবলিক আইল্যান্ড।সি-প্লেনে প্রাইভেট আইল্যান্ডে পৌঁছনো, থাকা, ঘোরা স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে।

Honeymoon Travel Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy