Advertisement
E-Paper

চিকিৎসকের দেশি ‘টোটকা’! বিমানবন্দরে নিজের মালপত্র খুঁজে পাবেন নিমেষেই

বিমানবন্দরে অসংখ্য মালপত্রের ভি়ড়ে নিজের জিনিসটি ঝট খুঁজে পাওয়ার সহজ পন্থা রয়েছে। কী সেই উপায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৭:৩৬
বিমানবন্দরের বিভিন্ন মালপত্রের ভিড়ে নিজেরটি খুঁজে পান না। এই সমস্যারও সমাধান আছে।

বিমানবন্দরের বিভিন্ন মালপত্রের ভিড়ে নিজেরটি খুঁজে পান না। এই সমস্যারও সমাধান আছে। ছবি: সংগৃহীত।

বিমানবন্দরে ‘কনভেয়ার বেল্টে’র দিকে অধীর আগ্রহে চেয়ে রয়েছেন। এই বুঝি এল মালপত্র! কিন্তু বেল্টে শয়ে শয়ে ট্রলি, ব্যাগ বেরিয়ে আসছে। তার মধ্যে নিজেরটি চেনায় দায়! লাল রঙের ট্রলি অন্তত ৭টি, নীল রঙের ব্যাগ পাঁচটি, একেবারে আপনার মডেলের ট্রলিও দেখলেন হয়তো ৩টি। তার মধ্যে থেকে নিজেরটি বাছবেন কী করে? তাও আবার তাড়াহুড়োর সময়ে?

বিমানে যাঁরা যাতায়াত করেন তাঁদের সকলেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তার কারণও খুব স্বাভাবিক। একই কোম্পানির একই রঙের ট্রলি, ব্যাগ রয়েছে হাজার হাজার। নানা মানুষ তা-ই কিনছেন। বিমানবন্দরে সেই কারণেই মালপত্র মিশে যাওয়ার আশঙ্কা থাকে।

তবে ত্বকের রোগের চিকিৎসক ফারজ় আলির একটি ছোট্ট পন্থা দেখে নেটিজেনরা বাহবা দিচ্ছেন। সমাজমাধ্যমে একটি ছোট্ট রিল পোস্ট করেছেন তিনি। তা দেখেই হইচই। অনেকেই বলছেন, এটাই দারুণ উপায়। কী করেছেন তিনি? সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একই রকম ট্রলি, তবে প্রত্যেকটিতে গোলাপি ফিতে বাঁধা। পোস্টে লিখেছেন, ‘‘এয়ার ট্যাগের কথা শুনেছেন, কিন্তু দেশি ট্যাগ জানেন কি! যত বেশি ঔজ্জ্বল্য, ততই কাজের।’’

অনেকেই একই রকম মালপত্রের ভিড়ে নিজেরটিকে আলাদা করতে নির্দিষ্ট চিহ্ন দিয়ে রাখেন। কেউ রুমাল বেঁধে দেন। কেউ টেপ জড়িয়ে দেন। কেউ আবার ফিতেও বেঁধে দেন। তবে উজ্জ্বল রঙের ফিতে বাঁধলে সেটি দূর থেকে চোখে পড়ে। ফিতে যত বড় এবং চওড়া হবে, ততই তা দৃশ্যমান হবে। তবে দেশি টোটকা আরও আছে। অনেকেই সে সবের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ চিহ্ন দিতে নিজের মালপত্রে পুরনো ওড়না জড়িয়ে নেন। কেউ আবার জানিয়েছেন, তাঁর মা পুরনো নাইটি বা কাপড় কেটে সেটা দিয়েই চিহ্ন বানিয়ে নিতেন।

বিমানবন্দরে নিজের মালপত্র সহজে খুঁজে পেতে আর কী করতে পারেন?

· লাল, কালো, নীল— যে রংগুলির ট্রলি বা ব্যাগ কেনার প্রবণতা বেশি, সেগুলি এড়িয়ে চলতে পারেন।

· পছন্দের ট্রলি কিনে, একটু অন্য রকম রঙের কাপড় দিয়ে ঢাকনা বানিয়ে নিতে পারেন।

· ফিতে বা উজ্জ্বল কাপড় হাতলে জড়িয়ে দিতে পারেন।

Tricks To Spot Your Luggage Airport Hacks Travel Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy