Advertisement
E-Paper

পৌঁছোয় না সূর্যের আলো! নিকষ আঁধারে লুকোনো রয়েছে রত্ন, পৃথিবীর গভীরতম ১০টি গুহার সন্ধান

আপনি যদি গুহা-সফরে উৎসুক হন, তা হলে বিশ্বের কয়েকটি গুহা সম্পর্কে জেনে রাখতে পারেন, যেখানে সূর্যের আলো পৌঁছোতে পারে না। রইল গভীরতম ১০টি গুহার সন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ২০:৩২
Here are 10 Deepest Caves in the world to travel as hidden gems of the earth

গুহা-সফরে আগ্রহী? আপনার জন্য রইল লুকোনো রত্নের সন্ধান। ছবি: সংগৃহীত।

গভীর, আঁধার, রহস্যময়। পৃথিবীর গর্ভে এমন অনেক জায়গা রয়েছে, যা এখনও অনেকাংশে অনাবিষ্কৃত। শতাব্দীর পর শতাব্দীর ধরে গুহা নিয়ে চর্চা চলছে। বিশ্বে এমন বহু পর্যটক রয়েছেন, যাঁদের এই গুহা নিয়ে আগ্রহ রয়েছে প্রবল। কিন্তু পৃথিবীতে এমন কিছু গুহা রয়েছে, যেখানে পা রাখা অত সহজ নয়। প্রবল সাহস এবং শারীরিক দক্ষতার প্রয়োজন সেখানে পৌঁছোতে। আপনি যদি গুহা-সফরে উৎসুক হন, তা হলে বিশ্বের কয়েকটি গুহা সম্পর্কে জেনে রাখতে পারেন, যেখানে সূর্যের আলো পৌঁছোতে পারে না। গভীরতম গুহাগুলির মধ্যে ১০টির সন্ধান দেওয়া হল।

ভেরিওভকিনা গুহা (জর্জিয়া): পৃথিবীর গভীরতম গুহাগুলির মধ্যে অন্যতম। ভয়ঙ্কর এক গোলকধাঁধা জর্জিয়ার এই ভেরিওভকিনা। গুহার পাদদেশ থেকে ২,২১২ মিটার (৭,২৫৭ ফুট) নীচে নেমে গিয়েছে সেটি। ১৯৬৮ সালে ক্রাসনায়ার্স্কের গুহাবাসীরা এই গুহাটি আবিষ্কার করেছিলেন।

Here are 10 Deepest Caves in the world to travel as hidden gems of the earth

ছবি: সংগৃহীত।

ক্রুবেরা-ভোরোনজা গুহা (জর্জিয়া): জর্জিয়ার ক্রুবেরা-ভোরোনজা গুহা প্রায় ৭,২১৫ ফুট (২,১৯৯ মিটার) গভীর। ‘কেভ অফ দ্য ক্রো’ অর্থাৎ ‘কাকেদের গুহা’ নামেও পরিচিত এই গুহাটি। অভিজ্ঞ গুহা-পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়।

সারমা গুহা (জর্জিয়া): জর্জিয়াতেই রয়েছে সারমা গুহা। যেটি গভীরতম গুহাগুলির মধ্যে অন্যতম। গভীরতা প্রায় ৬,০০৪ ফুট (১,৮৩০ মিটার)। এই গুহায় পৌঁছোতে গেলে ভয়ঙ্কর এবং দুর্গম পথ পেরোতে হয়। এই গুহা অকল্পনীয় সুন্দর বলে দাবি পর্যটকদের।

স্নেজ়না গুহা (জর্জিয়া): জর্জিয়ার আরও একটি গুহার সন্ধান দেওয়া হল। স্নেজ়নার গভীরতা প্রায় ৫,৭৭৪ ফুট (১,৭৬০ মিটার)। এই বিস্তৃত গুহায় রয়েছে নদীও। তা ছাড়া বরফ জমে জমে বিভিন্ন আকৃতি তৈরি হয়েছে সেই গুহায়।

ল্যাম্প্রেখটসোফেন (অস্ট্রিয়া): অস্ট্রিয়ার ল্যাম্প্রেখটসোফেন গুহা প্রায় ৫,৬৯২ ফুট (১,৭৩৫ মিটার) গভীর। দুর্গম এই গুহায় একাধিক প্রবেশপথ রয়েছে। তবে পথগুলি বেশ দুর্গম।

Here are 10 Deepest Caves in the world to travel as hidden gems of the earth

ছবি: সংগৃহীত।

গুফার মেরোল্ডা (ফ্রান্স): ফ্রান্সের এই গুহা প্রায় ৫,৬৮৬ ফুট (১,৭৩৩ মিটার) গভীর। এই গভীর গুহার অন্যতম বৈশিষ্ট্য হল এর খাড়া রাস্তা, যা দিয়ে নীচে নামা হয়।

গুফার জঁ-বার্নার্ড (ফ্রান্স): আরও একটি ফরাসি গুহা, গুফার জঁ-বের্নার, প্রায় ৫,৩০৫ ফুট (১,৬১৭ মিটার) গভীর। এই গুহাতেও বেশ দুর্গম পথ রয়েছে, যা সহজে অতিক্রম করা যায় না।

সিস্তেমা দেল সেরো দেল কুয়েভন (স্পেন): স্পেন তালিকায় স্থান পেয়েছে এই গুহার হাত ধরে। গভীরতা প্রায় ৫,২১৩ ফুট (১,৫৮৯ মিটার)। মাটির তলায় বড় বড় গভীর খাদ দেখতে হলে এই গুহায় যেতে হবে।

হিরলাৎজ়হোল (অস্ট্রিয়া): অস্ট্রিয়ার আরও একটি গুহা স্থান পেয়েছে এই তালিকায়, যার গভীরতা প্রায় ৫,১২০ ফুট (১,৫৬০.৫ মিটার)। এই বিশাল গুহার ঐতিহাসিক মাহাত্ম্যের জন্য অনেকেই ঘুরতে যান সেখানে।

সিস্তেমা ওয়াউতলাহ (মেক্সিকো): উত্তর আমেরিকার মেক্সিকোয় রয়েছে এই গুহা। এর গভীরতা প্রায় ৫,১১৮ ফুট (১,৫৬০ মিটার)। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য পরিচিত এই গুহা।

Deepest Caves Cave Tour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy