নিম্নচাপের কারণে বেশ কিছু দিন ধরে বৃষ্টি হলেও গরম কমার কিন্তু কোনও লক্ষণ নেই। আবহাওয়া দফতর সূত্রেও তেমন কোনও পূর্বাভাস নেই। গরম বলে তো আর ভ্রমণপ্রিয় বাঙালি বাড়ি বসে থাকতে পারে না। গরমের ছুটি পড়তেই খুব দূরে না হলেও কাছেপিঠে ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকে। করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় তাই অনেকেই বেশি দূরে কোথায় যাওয়ার ঝুঁকি নিচ্ছেন না আপাতত। কলকাতার অদূরে সড়ক পথে গাড়িতেই পৌঁছে যাওয়া যায় এমন কিছু স্থান ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন। তবে পুষ্টিবিদরা বলছেন, গরম ঘুরতে গেলে সুস্থ থাকতে বাড়তি সতর্কতা মেনে চলা প্রয়োজন। বিশেষ করে খাওয়াদাওয়ার ব্যাপারে।