অতিমারির পর প্রত্যেকেই অল্পবিস্তর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মাথা ঘামান। এখনও অনেকের ব্যাগ থেকে উঁকি মারে স্যানিটাইজ়ার। রাস্তায় এখনও অনেকেই মাস্ক ব্যবহার করেন। ভ্রমণের পর বাড়িতে এসে হাত-মুখ ধোয়া বা পোশাক পরিবর্তন করে কেউ ভাবতেই পারেন, জীবাণু সংক্রমণ থেকে দূরে রয়েছেন। কিন্তু অনেকেই এ ক্ষেত্রে সঙ্গে লাগেজ বা ব্যাগগুলির দিকে নজর দেন না। সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, রাস্তার শৌচালয়ের থেকেও এই ব্যাগগুলি বেশি নোংরা হতে পারে। তাই অজান্তেই তা থেকে মারাত্মক সংক্রমণও হতে পারে।
আরও পড়ুন:
সম্প্রতি, একটি একটি আন্তর্জাতিক সমীক্ষায় দাবি করা হয়েছে, ট্রলি ব্যাগের নীচের অংশ বা তার চাকা বেশির ভাগ শৌচালয়ের থেকে বেশি অপরিষ্কার। কারণ, সেখানে ক্ষতিকারক জীবাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছে। এই সমীক্ষার জন্য, গবেষকেরা লন্ডনের একটি ট্রেন স্টেশন থেকে ১০টি বিভিন্ন আকারের ট্রলি ব্যাগ নির্বাচন করেন। তার পর ব্যাগগুলির বাইরের অংশ থেকে নমুনা সংগ্রহ করা হয়। অন্য দিকে, তুলনা করার জন্য গণশৌচালয়ের থেকেও নমুনা সংগ্রহ করা হয়। স্যুটকেসের নমুনা গবেষণাগারে বিশ্লেষণ করে তার মধ্যে একাধিক জীবাণু এবং ছত্রাক পাওয়া গিয়েছে, যার মধ্যে স্টেফাইলোকক্কাস অন্যতম। এই জীবাণু থেকে ত্বকের সংক্রমণ হতে পারে। এ ছাড়াও খাবারে বিষক্রিয়া তৈরি করতে পারে, এ রকম ব্যাসিলাস জীবাণুরও সন্ধান মিলেছে। দেখা গিয়েছে, সাধারণ শৌচালয়ের ফ্লাশের হাতল বা টয়লেট সিটের তুলনায় ৫৮ গুণ বেশি জীবাণু লুকিয়ে থাকে ট্রলি ব্যাগের চাকায় বা গায়ে। ভ্রমণের সময় ব্যাগ হোটেলের মেঝেতে রাখা হয়। সেখান থেকে সংক্রমণ হতে পারে। আবার ভ্রমণের পর বাড়িতে ফিরে এলেও ব্যাগ থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
কী করা উচিত
ঘুরতে গিয়ে ব্যাগের বাইরের অংশ কোনও ডিজ়ইনফেক্টর দিয়ে ভাল করে মুছে নিয়ে তার পর হোটেলের ঘরে প্রবেশ করা উচিত। বাড়িতেও ফিরে আগে ব্যাগের বাইরের অংশ পরিষ্কার করে তার পর ব্যাগগুলি ভিতরে নিয়ে যাওয়া উচিত। তার ফলে একাধিক রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।